রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীর যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল দিতে কিছুটা ভিন্নতা রয়েছে

১১-১০-২০২৩

রাজশাহীর যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল দিতে কিছুটা ভিন্নতা রয়েছে

আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে জানান যে, কিছু ডাক্তার এর সিরিয়াল দিতে পারছেন না। কোথায় ও কিভাবে সিরিয়াল দেয়া যায় সে বিষয়েও তেমন কিছু জানেন না। আজকে আপনাদের রাজশাহীর কিছু নামকরা ডাক্তারদের সিরিয়াল দেয়ার নিয়ম সম্পর্কে জানানোর চেস্ট করব। যাদের সিরিয়াল দেবার নিয়মের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে।


নিউরো মেডিসিন বিভাগ
১। অধ্যাপক ডা: কফিল উদ্দীন [এমবিবিএস, এমসিপিএস(মেডিসিন), এমডি(নিউরোলজী)]
সিরিয়াল দেয়ার নিয়মঃ জাজিরা ডায়াগনস্টিক সেন্টার/পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ এক দিন আগে বিকেল ৩টায় ফোন দিয়ে সিরিয়াল নিতে হয়।

মনোরোগ বিভাগ
১। ডা: মামুন হোসেন [এমবিবিএস, এমফিল, পিএইচডি, এফসিপিএস]
সিরিয়াল দেয়ার নিয়মঃ মেডিপ্যাথ ডায়াগনষ্টিক কমপ্লেক্স এ নির্ধারিত ফি জমা দিয়ে সিরিয়াল নিতে হয়। যা পরে নির্ধারিত তারিখে রোগী দেখা হয়।

গাইনী বিভাগ
১। ডা: ফাতেমা সিদ্দিকা [এমবিবিএস,ডিজিও, এফসিপিএস(গাইনী)]
সিরিয়াল দেয়ার নিয়মঃ মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার ও হাসপাতাল রাজশাহী তে সরাসরি এসে নির্ধারিত ফি জমা দিয়ে সিরিয়াল নিতে হয়।

২। ডা: রাখী দেবী [এমবিবিএস(ডিএমসি), এফসিপিএস(গাইনি এন্ড অবস)] সিরিয়াল দেয়ার নিয়মঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ এক দিন আগে বিকেল ৩টায় তাঁর সহকারীর নাম্বার এ ফোন দিয়ে সিরিয়াল নিতে হয়। অথবা সরাসরি তাঁর চেম্বারে যোগাযোগ করে সিরিয়াল নেয়া হয়।

হাড় জোড় বিভাগ
১। অধ্যাপক ডা: বি .কে. দাম [এমবিবিএস, এমএস(অর্থোপেডিক সার্জারী)]
সিরিয়াল দেয়ার নিয়মঃ সিটি ডায়াগনস্টিক সেন্টার এক দিন আগে নির্ধারিত ফি জমা দিয়ে সিরিয়াল নিতে হয়।


সার্জারি বিভাগ
১। ডা: রুপসা নূরে লায়লা [এমবিবিএস, এফসিপিএস(সার্জারী), এমএস(সার্জারী)] সিরিয়াল দেয়ার নিয়মঃ ইসলামী ব্যাংক হাসপাতাল/পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ এক দিন আগে বিকেল ৩টায় তাঁর সহকারীর নাম্বার এ ফোন দিয়ে সিরিয়াল নিতে হয়। অথবা সরাসরি তাঁর চেম্বারে যোগাযোগ করে সিরিয়াল নেয়া হয়।


এছাড়া আপনারা যে সকল ডাক্তার দের সিরিয়াল নিয়ে সমস্যায় পড়েন বা জানতে আগ্রহী আমাদের কে জানাতে পারেন। রাজডক আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেস্টা করবে।

এই পাতাটি ৫৩৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626