রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

জেলা শহরে বাড়ছে মান সম্পন্ন চিকিৎসা ব্যাবস্থা
Share on

১৫-০৫-২০২৩

জেলা শহরে বাড়ছে মান সম্পন্ন চিকিৎসা ব্যাবস্থা

বিগত কয়েক বছরে বেসরকারি চিকিৎসা সেবায় রাজশাহী বিভাগিয় শহরে বেশ কিছু ভালো মানের হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে ভাল মান সম্পন্ন ডাক্তার গন রুগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

তবে বর্তমানে বিভাগীয় শহরের বাইরে জেলা শহর গুলোতে ও বিভিন্ন ভালো মানের হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে। এবং এসমস্ত জেলা শহরের হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গুলোতে সপ্তাহে বা মাসে রাজশাহী বিভাগের বড় বড় ডাক্তার রা রুগি দেখে আসছেন। এর ফলে সাধারন রুগীদের মাঝে বিভাগ কেন্দ্রিক প্রবনতা অনেক অংশেই হ্রাস পাচ্ছে।

গত ১২/০৫/২০২৩ তারিখে রাজডক টিম সরেজমিনে চাপাইনবাবগঞ্জ জেলার বেসরকারী হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ভিজিট করে। এখানে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন গুলোতে রাজশাহীর বিভাগীয় বড় বড় ডাক্তার রা জেলা শহর চাপাইনবাবগঞ্জ এ নিয়মিত রুগি দেখে থাকেন। এতে চাপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা রুগিরা বিভাগীয় ডাক্তার দের কাছে খুব সহজেই চিকিৎসা সেবা নিতে পারছেন।

এসমস্ত বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক এর মধ্যে পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সিটি ক্লিনিক উল্ল্যেখ যোগ্য। এসব প্রতিষ্ঠান এক্স-রে, আলট্রা সনোগ্রাম, ই. সি. জি, বিভিন্ন অপারেশন, বায়োকেমিক্যাল, প্যাথলজিক্যাল ও হরমোন পরীক্ষা করে থাকে। পাশাপাশি বিভিন্ন ধরনের থেরাপি ও দিয়ে থাকে।

এই পাতাটি ৩২৭বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub