রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

শীতকালীন অসুখ বিশুখ
Share on

১৭-০১-২০২৩

শীতকালীন অসুখ বিশুখ

শীতে যে সমস্ত সাধারন সমস্যা দেখা যায় সর্দি জ্বর ডায়রিয়া অন্যতম। আর এই সমস্ত রোগে সাধারনত বয়স্ক ও শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। সাধারণত ভাইরাস জনিত কারনে এইসব সমস্যার সৃষ্ট হয়। কারন শীত কালে বিভিন্ন যায়গায় ঘুরাঘুরি ও বিয়ে শাদি পিঠা পুলি খাওয়া হয়। আর এসব খাবারে থাকে অধিক পরিমানে তেল ও চর্বি যা থেকেই সাধারণত পেটের পিড়া, ডায়রিয়া, এবং ফুড পয়জনিং হয়ে থাকে। মূলত শিশু আর বয়স্কদের মধ্যে শীতকালীন ডায়রিয়ার প্রকোপ বেশি বলেই এই ব্যাপারে অধিক সচেতন থাকা জরুরি।

ডায়রিয়া ও বমির ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে পানিশূন্যতা রোধ করা। পর্যাপ্ত খাবার স্যালাইন প্রচুর তরল খাবার সঙ্গে স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। নিরাপদ পানি পান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খাওয়াদাওয়ার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা। বাসি খাবার ও বাইরের খাবার এড়িয়ে চলা খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি ব্যবস্থা রাখলে এইসব সমস্যা থেকে বাচা যায়। তবে অবস্থা বেশি খারাপ হলে খুব দ্রুত ডাক্তার এর সরনাপন্ন হউয়া দরকার।

এই পাতাটি ২৪৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626