রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

সকল প্রকার আপারেশন হচ্ছে রাজশাহী সেবা ক্লিনিকে
Share on

০৬-০৯-২০২২

সকল প্রকার আপারেশন হচ্ছে রাজশাহী সেবা ক্লিনিকে

রাজশাহীসহ আসে পাশের জেলাগুলোর মানুষের জন্য স্বাস্থ্যসেবার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী সেবা ক্লিনিক গড়ে তোলা হয়। সত্যিকারের স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে ক্লিনিকটি চালু করা হয়েছে। আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে দিন রাত ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে। সকল প্রকার অপারেশন করা হয় এখানে । রাজশাহীর বিশেষজ্ঞ ডাক্তাররাই এখানে অপারেশন করে থাকেন। অত্যাধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে সকল টেস্ট করা হয়। স্বাস্থ্যকেন্দ্রটি বেশ পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশের। চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ, রোগীদের জন্য ওয়েটিংরুম, রোগীদের কক্ষ সবকিছুই পরিষ্কার-পরিচ্ছন্ন। ক্লিনিকে সেন্টার পরিচ্ছন্ন না থাকলে রোগীদের একটা খারাপ ধারনা চলে আসে। তাদের সেবা উন্নত হলেও রোগীরা ভেবে থাকে যে এখানে সেবা ভালো না । এই জন্য স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশী সুন্দর মনোভাবের জন্য হলেও ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়।

রাজশাহী এমন একটি স্বাস্থ্যকেন্দ্র থাকায় অনেক উপকৃত হচ্ছে এ এলাকার মানুষের। বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসাসেবাগুলো সহজেই এখান থেকে পাওয়া যাবে। তাদের সকল সেবা নিতে তাদের সাথে যোগাযোগ করুন। তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃঝাউতলার মোড়,লক্ষীপুর রাজশাহী।মোবইলঃ০১৭০৪১২৯১০৩

এই পাতাটি ৫০২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub