রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

অনুষ্ঠিত হল রাজডক এর সাথে এমজিআই হেলথ এন্ড হাইজিন (ফ্রেশ ) এর ব্যাবসায়িক আলোচনা
Share on

০৬-০৭-২০২২

অনুষ্ঠিত হল রাজডক এর সাথে এমজিআই হেলথ এন্ড হাইজিন (ফ্রেশ ) এর ব্যাবসায়িক আলোচনা

আজ ৬ জুলাই সকাল ১১ টার সময় রাজডক এর অফিসে এমজিআই হেলথ এন্ড হাইজিন (ফ্রেশ )এর এরিয়া ম্যানেজারের সাথে রাজডক টিম এর সদস্যের ব্যাবসায়িক বিষয়ে গুরুত্পূন আলোচনা অনুষ্ঠিত হয়। রাজডক এর ব্যবসা সম্প্রসারনের লক্ষ্যে এই আলোচনা এর আয়োজন করা হয় এবংএমজিআই হেলথ এন্ড হাইজিন (ফ্রেশ ) এর প্রোডাক্ট কিভাবে মানুষ ঘরে বসেই অর্ডার করে সময়মত পেতে পারবে তা নিয়ে আলোচনা করা হয়। খুব সহজেই মানুষ রাজডক এর ওয়েবসাইটে প্রয়োজনীয় ওষুধ ,বাচ্চাদের ডায়াপার সহ আরো কিছু স্বাস্থ্য বিষয়ক মানুষের দৈনন্দিন জীবনের নিত্যপ্রজনীয় কিছু জিনিস অর্ডার করে পেতে পারবে।

এই পাতাটি ৫৯৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub