রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

রাজশাহী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো “ক্যারিয়ার সামিট ২০২৫”
Share on

২৯-১০-২০২৫

রাজশাহী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো “ক্যারিয়ার সামিট ২০২৫”

 



গত ২৭ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ক্যারিয়ার সামিট ২০২৫”। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশের বরেণ্য চিকিৎসক, অধ্যাপক, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর কামরুল আহসান স্যার। এছাড়াও রাজশাহীর সম্মানিত বহু চিকিৎসক, রাজশাহী মেডিকেল কলেজ, ইসলামী মেডিকেল কলেজ ও বারিন্দ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



অনুষ্ঠানটি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। রাজশাহী মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তারদের উদ্যোগে বিভিন্ন বিষয়ভিত্তিক স্টল স্থাপন করা হয়, যেখানে ইন্টার্ন চিকিৎসকরা ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন এবং প্রাসঙ্গিক বই ও তথ্য সংগ্রহ করেন।



দুপুর ২টায় শুরু হওয়া মূল সেমিনার সেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর কামরুল আহসান স্যার। তিনি নবীন চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন —



“একজন চিকিৎসক হলো মানুষের সেবক। আমাদের লক্ষ্য হবে মানবতার সেবা, বিলাসী জীবন নয়। অর্থ উপার্জন নয়, বরং জ্ঞান অর্জন ও উন্নত চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে মনোযোগী হতে হবে।”



 



তিনি তরুণ ডাক্তারদেরকে দেশপ্রেমিক, সৎ ও রোগীবান্ধব চিকিৎসক হিসেবে গড়ে উঠতে আহ্বান জানান।



অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য হালকা নাস্তার আয়োজন করা হয়।



এছাড়া রাজশাহীর সন্মানিত ডাক্তার মোর্শেদ জামান মিঞা স্যার আধুনিক প্রযুক্তি Ai ও আধুনিক চিকিৎসা বিষয়ক বক্তব্য দেন। 



রাজশাহী মেডিকেল কলেজের এই আয়োজনে নবীন চিকিৎসকদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতের চিকিৎসা খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে সবাই আশা প্রকাশ করেন।



এই পাতাটি ১৮৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub