রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

ক্লাইমেট চেঞ্জ সময়ের পরিবর্তন ডাঃ শেখ মো: আফজাল উদ্দীন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য), এমডি(ইন্টারনাল মেডিসিন)
Share on

১৭-১১-২০২৪

ক্লাইমেট চেঞ্জ সময়ের পরিবর্তন ডাঃ শেখ মো: আফজাল উদ্দীন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য), এমডি(ইন্টারনাল মেডিসিন)

ক্লাইমেট চেঞ্জ বা বাংলায় বলি সময়ের পরিবর্তন । তো এটি আসলে দেখা যায় যে গ্রীষ্ম থেকে যখন বর্ষা, বর্ষা থেকে শরৎ থেকে হেমন্ত এরকম বিভিন্ন সময়ে আমাদের মাঝে কিছু কিছু সমস্যা হয়। যেমন অতিরিক্ত শীত বা গরমে পড়ে যাচ্ছে। এই সময় গুলোতে তখন নিউমোনিয়া ডায়রিয়া আবার ভাইরাল জ্বর জন্ডিস বিভিন্ন রকমের অসুখ বিশুখ হয়। তদ্রূপ ভাবে সময়ের কিছু পরিবর্তনে কিছু কিছু রোগ হয় । আমি আমার এক্সপেরিয়েন্সে থেকে দেখেছি সেটা হল ভাইরাল হেপাটাই। এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা পানিবাহিত রোগ। এছাড়া হল বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া হয়। আর বড় এবং ছোটদের মধ্যে ডায়রিয়া হয়। এছাড়াও এগুলো ছাড়াও সিম্পল জ্বর নিয়ে আসতে পারে।

অর্থাৎ এই যে আবহাওয়া চেঞ্জের এই অসুখগুলো কিন্তু আমাদের এই দেশের মানুষরা ফেস করে। তো এটার জন্য যদি আমরা সতর্কমূলক ভাবে থাকি যেমন ক্লাইমেট চেঞ্জ এর সময়। আমাদেরকে সতর্ক থাকতে হবে শীত গ্রীষ্ম বর্ষার সময় গুলোতে। গরমের সময় আমাদের যেমন সতর্ক থাকতে হবে যেন গরম না লাগে। ঠিক তেমনি শীতের সময় কম শীত বা বেশি শীতে কখন কি ধরনের আবহাওয়া সেরকম পোশাক পরতে হবে। এছাড়া ক্লাইমেটের সাথে সাথে যে রোগ গুলো বাড়ে সেই রোগগুলো যাতে না বাড়ে সেগুলো সচেতন থাকতে হবে। যেমন বাইরে পানি খেলে জন্ডিস হয়, আমরা যদি বাইরে পানি না খেয়ে। বাড়ি থেকে পানি সাথে নিয়ে কর্মস্থলে যাই তাহলে আমাদের জন্ডিসের পরিমাণটা কমে যাবে। তো এই যে এভাবে আমরা যদি সতর্কতামূলকভাবে কিছু কিছু নিয়ম মেনে চলি তাহলে আমরা হয়তো ১০০ ভাগ না হাতে পারলেও অনেকটা সুস্থ থাকতে পারবো। ইনশাল্লাহ।
তো আমরা সবাই সচেতন হয় ক্লাইমেট চেঞ্জ বা ঋতু পরিবর্তন যাই বলি না কেন সময়ের এই পরিবর্তনে একটু সতর্ক থাকি তাহলে সর্দি কাশি জ্বর বা ডায়রিয়া পাতলা পায়খানা গাজন্ডিস হওয়া থেকে বাচতে পারব। তারপরেও অসুস্থ হয়ে গেলে ওঝা কবিরাজ ইউনানী আয়ুর্বেদীকের কাছে না গিয়ে একজন ডাক্তার এর কাছে যায়।


অনেক সময় দেখেছি যে এইসব বাহিরে অপ চিকিৎসা করে অনেক রোগী অপমৃত্যু হয়েছে। তো আমরা যেন একটু সতর্ক হই তো এ ব্যাপারে আমি সচেতনামূলক যে কথাগুলো বললাম আমরা মেনে চললে অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকতে পারবো মহান আল্লাহ আমাদের হেফাজত করুক।

এই পাতাটি ১৩৭বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub