রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

হজমের সমস্যার সমাধান হতে পারে  আদা-লবঙ্গের চা

০৮-০৫-২০২০

হজমের সমস্যার সমাধান হতে পারে আদা-লবঙ্গের চা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশিরভাগ মানুষ এখন ঘরে সময় কাটাচ্ছে। ঘরে বসে সারাদিন কাজ করার কারণে হজমের সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। এর ফলে চাপ পড়ে ফুসফুসে ও অনেকেই ব্যথা অনুভব করেন বুকে। পেটে জ্বালা, গলা-বুক জ্বালা, নিঃশ্বাসে দুর্গন্ধ, বদহজম, মুখে টক টক স্বাদ অনুভব করা, শরীর জুড়ে অস্থিরতা ও কোষ্ঠকাঠিণ্যের সমস্যাও হতে পারে। প্রাকৃতিক উপায়ে এই সমস্যার থেকে রেহাই পেতে পারেন। নিয়মিত খেতে হবে আদা-লবঙ্গ দিয়ে তৈরি চা।

কীভাবে বানাবেন আদা-লবঙ্গের চা?
একটি পাত্রে অল্প আদা আর ৩-৪টি লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে নিন। ৫ মিনিট ফোটার পর ছেঁকে নিন। স্বাদ বাড়াতে এক চা-চামচ মধু মেশাতে পারেন।

প্রতিদিন দিন ২ থেকে ৩ বারের বেশি খাবেন না এই চা।

এই পাতাটি ২৬৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626