রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

উদ্বোধন হল MDC ডায়াগনষ্টিক সেন্টার ও কনসালটেন্ট সেন্টার
Share on

০৬-০৯-২০২২

উদ্বোধন হল MDC ডায়াগনষ্টিক সেন্টার ও কনসালটেন্ট সেন্টার

বিভাগীয় শহর রাজশাহীতে উন্নয়নের ছোয়া লেগেছে। রাজশাহী তো আগেই থেকেই শিক্ষা নগরী । বর্তমানে চিকিত্সা ক্ষেত্রেও রাজশাহী অনেক উন্নতি সাধন করছে। রাজশাহীতে বর্তমানে অনেক উন্নত ডায়াগনষ্টিক সেন্টার হয়েছে। তাদের মধ্যে MDC ডায়াগনষ্টিক সেন্টার ও কনসালটেন্ট সেন্টার অন্যতম।অল্প খরচে রাজশাহী বাসিকে উন্নত স্বাস্থ্য সেবা দেওয়ায় তাদের লক্ষ। সকল প্রকার আদুনিক যন্ত্রপাতি ও দক্ষ কর্মীদের নিয়ে তারা তাদের কার্যক্রম চালু করেছে। তাদের সেবা গুলোর মধ্যে রয়েছে- কম্পিউটারাইজড প্যাথলজি,বায়োক্যামিষ্ট্রী,মাইক্রোবায়োলজী,ইসিজি,
আলট্রাসনোগ্রাফী, ইকো-কার্ডিওগ্রাম,কাল-ডপলার,সেরোলজি,সিটি-স্ক্যান,ডিজিটাল এক্সরে ইত্যাদি ছাড়াও প্রায় সকল ধরনের পরীক্ষা নিরিক্ষা করানো হবে এখানে। ।তাদের সাথে যোগাযোগের ঠিকানা হলঃলক্ষীপুর শেরশাহ রোড,রাজশাহী। ফোনঃ ০১৭১৬১৬৪৯২৬

এই পাতাটি ৫০৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub