রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

মূত্রনালীর সংক্রমণ হয়েছে বুঝবেন কিভাবে?

০৫-০৯-২০২০

মূত্রনালীর সংক্রমণ হয়েছে বুঝবেন কিভাবে?

প্রস্রাবে জ্বালাপোড়া করছে? প্রস্রাবের বেগ ধরে রাখতে পারছেন না? বারবার প্রস্রাব হচ্ছে? অথবা প্রস্রাবের চাপ থাকা সত্ত্বেও ঠিকমতো হচ্ছে না? আপনি যদি একজন নারী হন, তাহলে এ ধরনের সমস্যায় শতভাগ নিশ্চিত হতে পারেন আপনি মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই (UTI) এ ভুগছেন। পুরুষরা এ সমস্যায় পড়েন না তা নয়, তবে নারীদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি। আর বিশ্বব্যাপী এ সমস্যা এখন মাত্রা ছাড়িয়ে গেছে। তাই এখনই সময় সচেতন হবার। যেসব সাধারণ লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন মূত্রনালী সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন-

১. যথেষ্ট পরিমাণ প্রসাব না হলেও ঘন ঘন প্রসাবের বেগ আসা।
২. প্রসাবের সময় তীব্র জ্বালাপোড়া ও ব্যথা অনুভূত হওয়া।
৩. পিঠের নিচের দিকে বা তলপেটে প্রচণ্ড ব্যথার সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়ে পড়া।
৪. কখনও কখনও কাঁপুনি দিয়ে জ্বর আসা।
৫. প্রসাবের বেগ আটকে না রাখতে পারা।
৬. ছোটদের ক্ষেত্রে খেতে না চাওয়া, ডায়রিয়া ও জ্বরের উপসর্গ দেখা দিতে পারে।

মূত্রনালীর সংক্রমণের কারণঃ

ছেলেদের তুলনায় মেয়েদের মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি দেখা যায়। কারণ জন্মগতভাবেই মেয়েদের মূত্রনালী পুরুষদের তুলনায় ছোট এবং মলদ্বারের কাছাকাছি। এছাড়াও কর্মজীবী নারীরা পর্যাপ্ত পরিমাণ নারীবান্ধব টয়লেটের অভাবে প্রসাব চেপে রাখেন যে কারণে এই ব্যাকটেরিয়া খুব সহজেই আক্রমণ করে থাকে।

১. দীর্ঘ সময় প্রসাব আটকিয়ে রাখলে এই সংক্রমণ হওয়ার সম্ভবনা বেড়ে যায়।
২. শারীরিক মিলনের সময় আক্রান্ত যৌন সঙ্গীর মাধ্যমে অন্যজনও আক্রান্ত হতে পারেন।
৩. পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে না চললে মূত্রনালীর সংক্রমণ দেখা দিতে পারে।
৪. যাদের কিডনি অথবা মূত্রথলিতে পাথর আছে তারা স্বাভাবিক মূত্রত্যাগে বাধাপ্রাপ্ত হন। যে কারণেও ইনফেকশন হতে পারে।
৫. রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলেও যে কেউ আক্রান্ত হতে পারেন।
৬. দীর্ঘসময় ক্যাথেটার পরানো থাকলে খুব সহজেই সংক্রমণ হতে পারে।

এই পাতাটি ৪৬৭বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626