গর্ভাবস্থায় মোবাইল ব্যবহার হতে পারে বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার্য বস্তু হচ্ছে মোবাইল ফোন। মোবাইল আমাদের দৈনন্দিন জীবনে জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রয়োজনীয় বস্তুটিই আবার অনেক বড় ক্ষতিরও কারণ। এর দ্বারা রয়েছে অনেক স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি ডেকে আনতে পারে ভয়াবহ দুঃসংবাদ।
মোবাইল ফোনের মূল ঝুঁকিটাই হচ্ছে গর্ভস্থ বাচ্চা, মা ও শিশু-কিশোরদের জন্য। বাচ্চারা নিউরাল প্লাস্টিসিটির কারণে সহজেই যেকোনো কিছুতে এডিক্টেড হয়ে পড়ে। এর ফলে তার চোখের যে দৃষ্টিশক্তি তা নষ্ট হতে থাকে। গর্ভস্থ বাচ্চাদের সবকিছু অত্যন্ত সংবেদনশীল।
ফলে মোবাইল ফোন অধিক ব্যবহারের কারণে তাদের কানের বধিরতা থেকে শুরু করে অটিজম পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে অটিজমের অন্যতম প্রধান কারণ এই মোবাইল আসক্তি। তাই গর্ভাবস্থায় অবশ্যই প্রতিটি মায়ের এই ব্যাপারটিতে অধিক সতর্ক থাকতে হবে। নিজের কাছ থেকে যতটা সম্ভব মোবাইল ফোন দূরে রাখতে হবে। তবে একটি সুস্থ ও স্বাভাবিক সন্তান জন্ম দেয়া সম্ভব।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)