রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

গর্ভাবস্থায় মোবাইল ব্যবহার হতে পারে বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ

৩০-০৮-২০২০

গর্ভাবস্থায় মোবাইল ব্যবহার হতে পারে বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার্য বস্তু হচ্ছে মোবাইল ফোন। মোবাইল আমাদের দৈনন্দিন জীবনে জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রয়োজনীয় বস্তুটিই আবার অনেক বড় ক্ষতিরও কারণ। এর দ্বারা রয়েছে অনেক স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি ডেকে আনতে পারে ভয়াবহ দুঃসংবাদ।

মোবাইল ফোনের মূল ঝুঁকিটাই হচ্ছে গর্ভস্থ বাচ্চা, মা ও শিশু-কিশোরদের জন্য। বাচ্চারা নিউরাল প্লাস্টিসিটির কারণে সহজেই যেকোনো কিছুতে এডিক্টেড হয়ে পড়ে। এর ফলে তার চোখের যে দৃষ্টিশক্তি তা নষ্ট হতে থাকে। গর্ভস্থ বাচ্চাদের সবকিছু অত্যন্ত সংবেদনশীল।

ফলে মোবাইল ফোন অধিক ব্যবহারের কারণে তাদের কানের বধিরতা থেকে শুরু করে অটিজম পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে অটিজমের অন্যতম প্রধান কারণ এই মোবাইল আসক্তি। তাই গর্ভাবস্থায় অবশ্যই প্রতিটি মায়ের এই ব্যাপারটিতে অধিক সতর্ক থাকতে হবে। নিজের কাছ থেকে যতটা সম্ভব মোবাইল ফোন দূরে রাখতে হবে। তবে একটি সুস্থ ও স্বাভাবিক সন্তান জন্ম দেয়া সম্ভব।

এই পাতাটি ২৯৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626
phone: +8801311336757