রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

পুরুষদের অকাল মৃত্যুর কারণ ক্যান্সার, কিভাবে ঝুঁকি কমাবেন?

০২-০৭-২০২০

পুরুষদের অকাল মৃত্যুর কারণ ক্যান্সার, কিভাবে ঝুঁকি কমাবেন?

ক্যানসারে বহু পুরুষের অকাল মৃত্যু হয়। ক্যানসারের ঝুঁকি কমানোর জন্য নিচের পদক্ষেপগুলো বেশ কার্যকরী। জানুন-

- ধূমপান পরিহার করলে যেমন হৃদরোগের আশঙ্কা কমে। তেমনি ক্যানসারের ঝুঁকিও কমে।

- ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত ওজন কমাতে পারলে নানা ধরনের ক্যানসারের ঝুঁকি কমে।

- নিয়মিত শরীরচর্চা ওজন কমাতে সাহায্য করে। একই ভাবে ক্যানসারেরও ঝুঁকি কমায়।

- প্রচুর শাকসবজি এবং ফলমূল খেতে হবে। শাকসবজি এবং ফলমূল ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকরী।

- অতিরিক্ত সূর্যের আলোতে ত্বকের ক্ষতি হয়। সূর্যের আলোতে অতিরিক্ত ঘোরাঘুরি করলে অবশ্যই সানস্ক্রিন কিংবা ছাতা ব্যবহার করা উচিত।

- মদ্যপান পরিত্যাগ করুন। অতিরিক্ত মদ্যপান করলে অঙ্গ প্রতঙ্গের ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে।

- কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্যানসার সুপ্তাবস্থায় বা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়। এজন্য প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।

এই পাতাটি ৪৫৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626