রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের দাফন কার্যক্রমে যুক্ত হলো নিজস্ব অ্যাম্বুলেন্স

১৩-০৯-২০২২

কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের দাফন কার্যক্রমে যুক্ত হলো নিজস্ব অ্যাম্বুলেন্স

কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের দাফন কার্যক্রমে যুক্ত হলো নিজস্ব অ্যাম্বুলেন্স। ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীদের দানের অর্থে গত ৫ জুন ২০২০ এটি কেনা হয়। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি এতে অক্সিজেন সরবরাহ ও ফাস্ট এইড বক্সের সুব্যবস্থা রয়েছে। আ্যম্বুলেন্সটি মরদেহ/ অসুস্থ রোগীসহ আট জন যাত্রী ধারণক্ষম। প্রথমদিন থেকেই এটি দাফন কার্যক্রমের প্রয়োজনীয় সামগ্রী বগুড়া ও রাজশাহীতে বহনের কাজে ব্যবহৃত হয়েছে। গত ৯ জুন মঙ্গলবার রাজশাহী শহরে দুজন করোনা শহিদের দাফন কাজে প্রথমবারের মতো ব্যবহৃত হয় এ অ্যাম্বুলেন্সটি।

উল্লেখ্য, ২০০৪ সালে রাজশাহীতে প্রথম বারের মতো বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রম শুরু করে কোয়ান্টাম ফাউন্ডেশন। এ পর্যন্ত রাজশাহী সেন্টারের উদ্যোগে ৫৩২টি বেওয়ারিশ লাশের দাফন ও সৎকার করা হয়েছে। সিটি করপোরেশনের অনুমোদনে রাজশাহী শহরের হেতেম খাঁ কবরস্থানের একটি নির্দিষ্ট অংশে রাজশাহী সেন্টার নিয়মিতভাবে বেওয়ারিশ মরদেহ সমাধিস্থ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই পাতাটি ২৪৪বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626