রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

ল্যাবরেটরী পরীক্ষায় ঐতিহ্যবাহী ও বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজ প্যাথলজী

৩০-০৮-২০২২

ল্যাবরেটরী পরীক্ষায় ঐতিহ্যবাহী ও বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজ প্যাথলজী

রাজশাহীতে প্রথম প্রতিষ্ঠিত প্যাথলজী হল রাজ প্যাথলজী। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত খুবই সুনামের সাথে উত্তরবঙ্গের মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছে । মানুষের একটি আস্থার প্রতিক হয়ে গেছে। এখন মানুষ টেস্ট বলতেই রাজ প্যাথলজীকে বুঝে।রোগীদের চাহিদা মোতাবেক তাদের সেবার মান বাড়ানোর জন্য আগের স্থান পরিবর্তন করে নিজস্ব ভবন নিয়ে বড় পরিসরে তাদের কার্যক্রম শুরু করে।

তাদের নতিন ঠিকানা হলঃ স্বাধীনতা টাওয়ার ,সিএন্ডবি মোড়,রাজশাহী।তাদের এখানে সকর প্রকার টেস্ট করা হয়। এছাড়াও কিছু টেস্ট আছে যেগুলো উত্তরবঙ্গের শুধু তাদের কাছেই হয়। FNAC, Guide FNAC, Histo pathology, Immunochemistry, ER, PR, Her-2 ইত্যাদি টেস্ট গুলো শুধু তাদের কাছে ছাড়া আর কোথাও হয় না। এছাড়াও তাদের এখানে গরিব রোগীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃস্বাধীনতা টাওয়ার ,সিএন্ডবি মোড়,রাজশাহী। ফোনঃ০২৫৮৮৮৫৭৭৯৫,০১৭৮৯৬১৮৮৮০,০১৭১৫৭৮৫৪৪

এই পাতাটি ১০৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626
phone: +8801311336757