রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

নেপালকে ৫ হাজার রেমডিসিভির দিল বাংলাদেশ

১১-০৫-২০২১

নেপালকে ৫ হাজার রেমডিসিভির দিল বাংলাদেশ

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় নেপালকে ৫ হাজার ডোজ রেমডিসিভির ইনজেকশন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রার হাতে ওষুধ ও সুরক্ষা সামগ্রী তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি রেমডিসিভির হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও নেপালের জনগণের জন্য স্বাস্থ্যমন্ত্রী এসেনসিয়াল ড্রাগস উৎপাদিত হাইড্রোক্লোরোকুইন, পিপিই, মাস্ক হস্তান্তর করেন। ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় খুব শিগগিরই এসব সামগ্রী নেপালে পাঠাবে।

নেপাল দূতাবাস মঙ্গলবারেই হিমালয় এয়ারলাইন্সের মাধ্যমে রেমডিসিভির ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নেপালে পাঠানোর ব্যবস্থা করবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

এই পাতাটি ৩১০বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626