রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

মুখের ক্যানসার (ওরাল ক্যান্সার ) এর কারন লক্ষন ও চিকিৎসা

২৩-০৯-২০২০

মুখের ক্যানসার (ওরাল ক্যান্সার ) এর কারন লক্ষন ও চিকিৎসা

মুখ গহ্বর ও জিহ্বায় কোষের কোনো অস্বাভাবিক বৃদ্ধির মাধ্যমে ওরাল ক্যান্সারের প্রকাশ পায়। ইউরোপ-আমেরিকায় মহিলাদের তুলনায় পুরুষের এ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, আর তা হলো প্রায় দ্বিগুণ। তাছাড়া এসব দেশে ওরাল ক্যান্সার অন্যসব ক্যান্সারের তুলনায় মাত্র ২-৩ শতাংশ হয়। কিন্তু আমাদের দেশে সব ক্যান্সারের মধ্যে ২৫-৩০ শতাংশ হলো মুখের ক্যান্সার। এখানে পুরুষের চেয়ে নারীদের ঝুঁকি বেশি।

কারণ :
- আমাদের দেশসহ এই উপমহাদেশের সব দেশে ওরাল ক্যান্সারের প্রধান কারণ হলো, সাদাপাতা, জর্দা, গুল ইত্যাদি যাকে এক কথায় ধোঁয়াবিহীন তামাক বলা হয়।
-বিড়ি-সিগারেট এবং অ্যালকোহল মুখের ক্যান্সারের জন্য দায়ী।
-হিউম্যান প্যাপিলোমা নামক এক ধরনের ভাইরাস মুখে ক্যান্সারের জন্য দায়ী।
-খাদ্য তালিকায় ফল-মূল, শাক-সবজির পরিমাণ কম থাকাও এই ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
- মুখের ভিতর অসুস্থ ও তীক্ষ দাঁতের আঘাতে সৃষ্ট ক্ষত দীর্ঘদিন থাকলে তা থেকেও ক্যান্সার হতে পারে।

লক্ষণ :
- মুখ ও জিহবার ঘা সাধারণ চিকিৎসায় ভালো না হওয়া।
- ক্ষতস্থানে ব্যথা হওয়া আর রক্ত পড়া।
- ঘাড় বা গলার কোনো অংশ ফুলে ওঠা।
- খাওয়ার সময় কষ্ট হওয়া।
- গলার স্বর পরিবর্তন।

চিকিৎসা
প্রাথমিক অবস্থায় ধরা পড়লে মুখের ক্যান্সার সম্পূর্ণ নিরাময় সম্ভব। কখনো শুধু অপারেশন, কখনো শুধু রেডিওথেরাপি, আবার কখনো এ দুটির সমন্বয়ে চিকিৎসা হয়ে থাকে। কখনো আবার কেমোথেরাপির সাহায্যও নেওয়া হয়। তবে যত তাড়াতাড়ি চিকিৎসা করা যাবে, তত ভালো ফল পাওয়া যাবে।

প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করালে মুখের ক্যান্সার প্রথমে গলায় ও পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। তখন চিকিৎসা অত্যন্ত জটিল, এমনকি অসম্ভব হয়ে যায়।

প্রতিরোধ :
- পান, জর্দা, সাদাপাতা, গুল, বিড়ি, সিগারেট, অ্যালকোহল ইত্যাদি ত্যাগের মাধ্যমে ৭৫ ভাগ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
- মুখের সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।
- প্রতিদিন নিয়ম করে ফল-মূল, শাক-সবজি খেতে হবে।

ডা: রেবেকা সুলতানা
এমবিবিএস, এমডি(প্যাথলজি), সিসিডি(বারডেম)

এই পাতাটি ৬৩২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626