রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

মৃতদেহে ৩ ঘন্টা পর নিস্ক্রিয় হয় করোনা, দাফন করা যাবে যেকোনো জায়গায়

০৮-০৬-২০২০

মৃতদেহে ৩ ঘন্টা পর নিস্ক্রিয় হয় করোনা, দাফন করা যাবে যেকোনো জায়গায়

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত হওয়ার কোনও প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্যক্তি মারা যাওয়ার ৩ ঘণ্টা পর এই ভাইরাসের কর্মক্ষমতা থাকে না মৃতদেহে। মৃতদের সৎকারে ৩-৪ ঘণ্টা লেগেই যায়।
এজন্য মৃতদেহ থেকে করোনা ছড়ানোর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

বুধবার ( ৩ জুন, ২০২০) দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। এসময় তিনি বলেন, করোনায় মৃতদের জন্য নির্দিষ্ট কবরস্থানের প্রয়োজনও নেই।

এই পাতাটি ৩৮৪বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626