রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডায়াগনিষ্ট/হাসপাতালের জন্য কিছু সংখ্যক ডাক্তার প্রয়োজন।

রাজশাহীতেই বিশ্ব মানের হৃদরোগের চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার স্যার
Share on

০১-০৩-২০২৫

রাজশাহীতেই বিশ্ব মানের হৃদরোগের চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার স্যার

ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার স্যার এর যে তথ্য গুলো আমাদের জানা নেই। আসুন জেনে নেই স্যার এর কিছু তথ্য

ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার স্যার মাত্র ২ মাসেই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে সফলতার সাথে ইন্টারভেনশন করেছেন।

১০৫ টা এনজিওগ্রাম।
৩৭টা এনজিওপ্লাস্টি (রিং)।
৮ টা পেসমেকার।
২ টা ভাল্বের বেলন এনজিওপ্লাস্টি সম্পন্ন করেছেন।

স্যার এর ডিগ্রি সমুহ জেনে নেই
এমবিবিএস (রামেক) বিসিএস (স্বাস্থ্য) এমডি (কার্ডিওলজি -হার্ট ফাউন্ডেশন) এমএসিসি (আমেরিকা)
এক্স কনসালটেন্ট ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল।
ক্লিনিক্যাল ও ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট

ঢাকার স্বনামধন্য বিভিন্ন হাসপাতালে স্যার এর চিকিতসার অভিজ্ঞতা সম্পর্কে জেনে নেই
১। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা - তে কাজের অভিজ্ঞতা ছয় (৬) বছর।
২। ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল ঢাকা - তে কাজের অভিজ্ঞতা তিন (৩) বছর।
৩। এম এইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল - এ কাজের অভিজ্ঞতা এক (১) বছর।
৪। লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার - উত্তরা - তে কাজের অভিজ্ঞতা এক (১) বছর।

রাজশাহীতে ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার স্যার খুব অল্প সময় হলে কাজ শুরু করলেও তিনি ঢাকায় দীর্ঘ এগারো (১১) বছর ঢাকার বিভিন্ন স্বনামধন্য হৃদরোগ হাসপাতালে চিকিৎসা সেবার অভিজ্ঞতা রয়েছে।

এই পাতাটি ২৩৭বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ


14th June
বিশ্ব রক্তদাতা দিবস

বিশ্ব রক্তদাতা দিবস প্রতি বছর ১৪ জুন পালিত হয়, যার মূল উদ্দেশ্য স্বেচ্ছায় ও নিরাপদ রক্তদানের গুরুত্ব প্রচার এবং রক্তদাতাদের প্রতি সম্মান জানানো। এই দিনটি কার্ল ল্যান্ডস্টেইনার-এর জন্মদিনে পালন করা হয়, যিনি রক্তের গ্রুপ আবিষ্কার করে আধুনিক রক্তসঞ্চালন ব্যবস্থার ভিত্তি তৈরি করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির মতো সংগঠনগুলো ২০০৪ সাল থেকে এই দিবসটি আয়োজন করে আসছে। প্রতিবছর একটি বিশেষ থিম নির্ধারণ করা হয়, যেমন ২০২৩ সালে থিম ছিল "রক্ত দিন, প্লাজমা দিন, জীবন বাঁচান, নিয়মিত শেয়ার করুন"। রক্তদান জীবনরক্ষাকারী চিকিৎসা, থ্যালাসেমিয়া, ক্যান্সার, দুর্ঘটনায় আক্রান্ত রোগী ও প্রসূতি মায়েদের জন্য অপরিহার্য। তবে বিশ্বজুড়ে রক্তের ঘাটতি রয়েছে, তাই নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা প্রয়োজন। এই দিবসে রক্তদাতাদের তালিকা তৈরি, ক্যাম্পেইন, সেমিনার ও পুরস্কারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়। একটি রক্তদান তিনটি জীবন বাঁচাতে পারে—এ সত্য সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই দিনের লক্ষ্য। সকল সুস্থ ব্যক্তিকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই মহৎ উদ্দেশ্যে।




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub