ডায়াগনিষ্ট/হাসপাতালের জন্য কিছু সংখ্যক ডাক্তার প্রয়োজন।
Share on
০১-০৩-২০২৫
রাজশাহীতেই বিশ্ব মানের হৃদরোগের চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার স্যার
ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার স্যার এর যে তথ্য গুলো আমাদের জানা নেই। আসুন জেনে নেই স্যার এর কিছু তথ্য
ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার স্যার মাত্র ২ মাসেই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে সফলতার সাথে ইন্টারভেনশন করেছেন।
১০৫ টা এনজিওগ্রাম।
৩৭টা এনজিওপ্লাস্টি (রিং)।
৮ টা পেসমেকার।
২ টা ভাল্বের বেলন এনজিওপ্লাস্টি সম্পন্ন করেছেন।
স্যার এর ডিগ্রি সমুহ জেনে নেই
এমবিবিএস (রামেক) বিসিএস (স্বাস্থ্য) এমডি (কার্ডিওলজি -হার্ট ফাউন্ডেশন) এমএসিসি (আমেরিকা)
এক্স কনসালটেন্ট ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল।
ক্লিনিক্যাল ও ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট
ঢাকার স্বনামধন্য বিভিন্ন হাসপাতালে স্যার এর চিকিতসার অভিজ্ঞতা সম্পর্কে জেনে নেই
১। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা - তে কাজের অভিজ্ঞতা ছয় (৬) বছর।
২। ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল ঢাকা - তে কাজের অভিজ্ঞতা তিন (৩) বছর।
৩। এম এইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল - এ কাজের অভিজ্ঞতা এক (১) বছর।
৪। লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার - উত্তরা - তে কাজের অভিজ্ঞতা এক (১) বছর।
রাজশাহীতে ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার স্যার খুব অল্প সময় হলে কাজ শুরু করলেও তিনি ঢাকায় দীর্ঘ এগারো (১১) বছর ঢাকার বিভিন্ন স্বনামধন্য হৃদরোগ হাসপাতালে চিকিৎসা সেবার অভিজ্ঞতা রয়েছে।