আজকে ফাইনাল খেলায় মেডিসিন ওয়ারিয়ার ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ান হয়েছে
আজকের একমাত্র ও ফাইনাল ম্যাচ এ টসে জিতে ডায়নামিক ডেন্টাল প্রথমে ব্যাট করে ১২ ওভারে ৭ উইকেটে ১২৪ রান সংরহ করে। জবাবে মেডিসিন ওয়ারিয়ার নির্ধারিত ১২ ওভারের শেষ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গতবারেও মেডিসিন ওয়ারিয়ার অনেক ভালো খেলে এবং রানারআপ হয়। খেলার মিডিয়ে পার্টনার হিসেবে ছিলো RajDoc
আজকে ডায়নামিক ডেন্টাল ও মেডিসিন ওয়ারিয়ার প্লেয়ারদের লিস্ট