রাজশাহী ও কুষ্টিয়া মেডিকেলের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহা. নুরে আলম সিদ্দিকি এবং রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শেখ মো. আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রচলিত বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।