রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

করোনায় মৃত্যু বেশি ভিটামিন ‍‍ডি‍‍ স্বল্পতার কারণে বলছে গবেষণা!

১৩-০৫-২০২০

করোনায় মৃত্যু বেশি ভিটামিন ‍‍ডি‍‍ স্বল্পতার কারণে বলছে গবেষণা!

যাদের শরীরে ভিটামিন 'ডি' সল্পতা রয়েছে তাদের করোনাভাইরাসে মারা যাওয়ার ঝুঁকি বেশি বলে জানিয়েছেন একদল গবেষক। তারা বলছেন, সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে সূর্যের আলোবঞ্চিত 'নর্ডিক' দেশগুলো।

যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতাল ফাউন্ডেশন ট্রাস্ট ও ইংল্যান্ডের ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণার পর তারা এমনটি বলছেন। গবেষণায় তারা দেখতে পেয়েছেন যে, করোনার সংক্রমিত হয়ে মৃত্যুর হারের সঙ্গে ভিটামিন 'ডি'র মাত্রার উল্লেখযোগ্য সম্পর্ক আছে। ইউরোপের ২০টি দেশে করোনায় মৃত্যুর হারের সঙ্গে ভিটামিন 'ডি' সল্পতার কারণ বের করার চেষ্টা করেন তারা।

গবেষকরা বলছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে ভিটামিন 'ডি' সাপ্লিমেন্ট দেওয়ার পরামর্শ দেয়া যেতে পারে।

এই পাতাটি ৩২৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626