রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

চালু হয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী এর নতুন ভবন

২৪-০১-২০২৩

চালু হয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী এর নতুন ভবন

আধুনিক ও মান সম্পন্ন স্বাস্থ্য সেবা প্রদান করে ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী দীর্ঘ দিন ধরে রাজশাহীতে একটি জনপ্রিয় স্বাস্থ্য সেবা দান কারি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। আর তাদের সেবার মান আরও বৃদ্ধি করতে ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী তাদের নতুন ভবন চালু করেছে। যার নাম দেয়া হয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী ভবন-১ । অবস্থান পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি: রাজশাহী এর দক্ষিন পাশে। পুরাতন ভবন এর পাশাপাশি নতুন ভবন এও সকল ধরনের পরিক্ষা নিরীক্ষা চালু করা হয়েছে।নতুন ভবনটিতে সবধরনের যন্ত্রপাতি গুলো খুবই উন্নত ও আধুনিক।এছাড়াও এখানে থাকছে ৪টি অপারেশন থিয়েটার। সেন্ট্রাল অক্সিজেন ও গ্যাস সাপ্লাই এর বেবস্থা। ২,৩,৪ তালায় থাকছে কনসালটেন্ট সেন্টার। নিচ তলায় রাখা হচ্ছে রিসিপশন ও ফার্মেসি। পাশাপাশি বেশ কিছু ডাক্তার গন নিয়মিত রুগী দেখছেন। নতুন ভবনে আছে সিঙ্গেল ডাবল এসি কেবিন, এসি ওয়ার্ড। তবে ভবনটির সাজসজ্জার কাজ এখনও চলোমান রয়েছে।

এই পাতাটি ৩৯১বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626
phone: +8801311336757