রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

আজ থেকে করোনাভাইরাস এর চতুর্থ ডোজ টিকা প্রদান শুরু

২০-১২-২০২২

আজ থেকে করোনাভাইরাস এর চতুর্থ ডোজ টিকা প্রদান শুরু

আজ থেকে শুরু হচ্ছে করোনাভাইরাস এর চতুর্থ ডোজ টিকা প্রদান। তবে আগেই দেয়া ঘোষণায় বলা হয়েছিল চতুর্থ ডোজ কার্যক্রমে দুই সপ্তাহ পর্যবেক্ষণ এ থাকতে হবে, সেই পর্যবেক্ষণ শর্ত থাকছে না। আজ বুধবার থেকেই দেশের প্রতিটি কেন্দ্রেই অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজও প্রয়োগ করা হবে।এজন্য যাবতীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।তবে অন্যান্য ডোজের মত চতুর্থ ডোজ আপাতত গণহারে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডোজ প্রাপ্তির পর চার মাস অতিবাহিত হয়েছে এমন নিম্ন লিখিত ব্যক্তিদের চতুর্থ ডোজ দেওয়া যাবে। টিকা প্রদানে জন্যে ৬০ বছর এবং তদূর্ধ্বর বয়সী জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে।
এছাড়া দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সীরা। স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মা এবং সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এই পাতাটি ২৪৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626