রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে আমরাই রোগীর দালাল বিহীন প্রতিষ্ঠান - মোঃ মতিউর রহমান

১৮-০৯-২০২২

রাজশাহীতে আমরাই রোগীর দালাল বিহীন প্রতিষ্ঠান - মোঃ মতিউর রহমান

আজ দুপুরে রাজশাহীর স্বনামখ্যাত প্রতিষ্ঠান লাইফ লাইন ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সম্মানিত ব্যবস্থপনা পরিচালক মোঃ মতিউর রহমান এর রাজডকের পক্ষ থেকে ইন্টারভিউ গ্রহন করা হয়। ইন্টারভিউতে রাজশাহীর স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা এবং অন্যান্য বিষয় উঠে আসে। ইন্টারভিউ এর মূল অংশ নিম্নে তুলে ধরা হলো-

রাজডকঃ আসসালামু আলাইকুম। স্যার আপনি কেমন আছেন?
মতিউর রহমানঃ ওয়ালাইকুম সালাম ভালো আছি।
রাজডকঃ লাইফ লাইন ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর প্রতিষ্ঠার গল্পটি যদি বলতেন?
মতিউর রহমানঃ আমাদের শুরুটা হয় ২০১৫ সালে । শুরুতে অল্প পরিসরেই শুরু করেছিলাম পরবর্তীতে আরো সম্প্রসারন করা হয়।
রাজডকঃ আপনাদের কোন বৈশিষ্ট্য অন্য প্রতিষ্ঠান থেকে আপনাদের আলাদা করেছে বলে আপনি মনে করেন?
মতিউর রহমানঃ রাজশাহীতে আমাদেরই এক মাত্র দালাল ছাড়া প্রতিষ্ঠান। কোন রকমের ভ্রাম্যমান দালালও নেই । রোগীদের জন্য এখানে রয়েছে ডাক্তারের স্থায়ী চেম্বার। যারা শুধু মাত্র লাইফ লাইন ছাড়া অন্য কোথাও চেম্বার করে না। এখানে অধ্যাপক শাহিদা ইয়াসমিন, ডাঃ শাফায়েত হাবিব, ডাঃ মোঃ আসেম আলী, ডাঃ হামিদা পারভীন চেম্বার করেন। এছাড়াও এছাড়া এখানে কম খরচে ক্যান্সার রোগীদের কেমো থ্যারাপী দেয়া হয়। সব ধরনের রোগীদের কথা চিন্তা করে শিতাতাপ নিয়ন্ত্রিত বেড ভাড়া মাত্র ৩০০ টাকা করা হয়েছে।
রাজডকঃ আপনাদের প্রতিষ্ঠানে রাজশাহী জেলা বাদেও সাধারনত আর কোন কোন জেলা থেকে রোগীরা সেবা নিয়ে থাকেন?
মতিউর রহমানঃসাধারনত কুস্টিয়া ,নাটোর , নওগাঁ, পাবনা ভেড়ামারা ,মেহেরপুর এসব জেলা থেকে বেশী রোগী এসে থাকে ।
রাজডকঃ অনেকেই চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে পছন্দ করে থাকেন। তারা কেন যাচ্ছেন? আমরা কিভাবে তাদের ইন্ডিয়া যাওয়া কমাতে পারি?
মতিউর রহমানঃ আমি মনে করি রোগীরা সঠিক দিক নির্দেশনা পায় না। এছাড়া কোন ডাক্তার রেফার্ড করতে চায় না । পেশেন্ট ধরে রাখার প্রবনতা এবং পেশেন্টের যথাযথ কাউন্সেলিং করা এসবের ঘাটতি রয়েছে। এসমস্ত কারনে রোগীরা ইন্ডিয়ামুখী হয়। যদি ডাক্তারদের একটি টিম করে রোগীদের দেখা শুরু করে তাহলে আমার মতে ইন্ডিয়া যাওয়ার হারটা কমে আসবে।
রাজডকঃ রাজশাহীর চিকিৎসা সেবা খাতে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? এই ঘাটতি দূর করতে আপনার পরামর্শ কি?
মতিউর রহমানঃ সিনিয়র ডাক্তাররা যদি কিছু নির্দিষ্ট সংখ্যাক রোগী দেখেন এবং উনারা যদি জুনিদের সুযোগ করে দেন, রেফার্ড করার প্রবনতা যদি চালু হয় তাহলে আমি মনে করি চিকিৎসা সেবা খাতে ঘাটতি দূর হবে।
রাজডকঃ ব্যস্ততার মাঝেও আপনার মূল্যবান সময়ে আমাদের দেবার জন্য আন্তরিক ধন্যবাদ।
মতিউর রহমানঃ আপনাকেও ধন্যবাদ আমার মতামত তুলে ধরার জন্য।

রাজডক এর পক্ষ থেকে ইন্টারভিউটি গ্রহন করে আবু নাসের জুয়েল।

এই পাতাটি ৮৪১বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626