রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

লাইফ লাইন ডায়াগনষ্টিক সেন্টারের অন্যতম একটি প্রতিষ্ঠান লাইফ লাইন ডেন্টাল কেয়ারে

১১-০৯-২০২২

লাইফ লাইন ডায়াগনষ্টিক সেন্টারের অন্যতম একটি প্রতিষ্ঠান লাইফ লাইন ডেন্টাল কেয়ারে

দাঁত মানুষের সৌন্দর্যের একটি অঙ্গ ।দাঁতের অনেক সময় অনেক রোগ হয়।সাধারণত দাঁতের ক্ষয়রোগ নির্ভর করে এটা কতোটা ক্যালশিফাইড হয়ে আসে। অর্থাৎ দাঁত যখন ওরাল এনভায়রনমেন্টে উঠে তারপর যদি কেউ অ্যাসিটিক কোনো খাবার খেয়ে থাকে তাহলেই দাঁতের এনামেলের ক্ষয়রোগ ধীরে ধীরে শুরু হতে থাকে। এছাড়াও ওরাল যে ব্যাকটেরিয়া আমাদের মুখের ভেতরে জন্ম নেয় অপরিষ্কারচ্ছন্নতার জন্য সেগুলোও দাঁতের ক্ষয়রোগের জন্য দায়ী। এই ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। আমাদের দাঁতের তিনটি স্তর রয়েছে। এগুলো হলো এনামেল, ডেন্টিন এবং নার্ভ সাপ্লাই বা পালফ। ব্যাকটেরিয়ার তৈরি ল্যাকটিক অ্যাসিডের জন্য দাঁতের এই প্রথম দুটি স্তর এনামেল আর ডেন্টিন যখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তখনই এটিকে বলা হচ্ছে দাঁতের ক্ষয়রোগ। সকল প্রকার দাঁতের সমস্যার সমাধান করা হয় লাইফ লাইন ডেন্টাল কেয়ারে।এটি লাইফ লাইন ডায়াগনষ্টিক সেন্টারেই একটি প্রতিষ্ঠান। দাঁতের উন্নত চিকিত্সা করা হয়। এখানে নিয়মিত রোগী দেখেন ডাঃ সাদিয়া রেজভি । তিনি প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখেন । মোবাইলঃ০১৭৫১৫৬৬২৫৮

এই পাতাটি ৩৫৯বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626