রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রোগীদের সেবা দানে এখন অনেক উন্নত লাইফগার্ড ডায়াগনষ্টিক সেন্টার

০১-০৯-২০২২

রোগীদের সেবা দানে এখন অনেক উন্নত লাইফগার্ড ডায়াগনষ্টিক সেন্টার

বাংলাদেশ দিন দিন আরো বেশি উন্নত হচ্ছে ।বিভাগীয় শহর হিসাবে রাজশাহীও দিন দিন অনেক উন্নত হচ্ছে। আমরাও দিন দিন বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। সাথে সাথে জীবন যাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছু বর্তমানে আরো বেশি উন্নত হচ্ছে । খাদ্য, বস্ত্র, বাসস্থান শিক্ষা ও চিকিত্সা মানুষের মৌলিক চাহিদা গুলো সময়ের সাথে সাথে আরো আধুনিক হচ্ছে সেটাও আমাদেরই চাহিদা অনুযায়ী। মানুষের চাহিদা গুলোর পরিবর্তন হয় । পুরনো চাহিদা ফেলে নতুন চাহিদা তৈরি হয়। চিকিত্সার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। মানুষ এখন অনেক সচেতন, তারা সেখানেই চিকিত্সার জন্য যায় যেখানে আধুনিক চিকিত্সা সুনিশ্চিত হবে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করে উন্নত সেবা ও সঠিক রোগ নির্নয় করা যায়। রাজশাহীতে আগে একটা সময় ছিল যখন চিকিত্সা ব্যবস্থা বলতে শুধু সাধারন জ্বর, সর্দি ,কাশির ইত্যাদিই বুঝতো । এর বাইরে কোন জটিল কিছু হলে ঢাকায় নিয়ে যেত হত ।

সেই অবস্থা থেকে রাজশাহী এখন অনেক উন্নত । প্রায় সকল রোগের সুচিকিত্সা এখন রাজশাহীতে হয়ে থাকে। সকল প্রকার আধুনিক সেবা নিশ্চিত করতেই রাজশাহীর প্রানকেন্দ্র লক্ষীপুরে গড়ে উঠেছে লাইফগার্ড ডায়াগনষ্টিক সেন্টার ।সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি সকল প্রকার আপারেশন তরা হয়। তাদের পরিষ্কার পরিছ্ছন্ন পরিবেশ যা রোগী সহ প্রায় সবার মন ভালো করে দিবে । সেবাই করাই মূল ব্রত এই স্লোগান নিয়েই তারা তাদের কার্যকর্ম পরিচালনা করছে। তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ লক্ষীপুর মোড়, শিক্ষাবোর্ডের সামনে, সরক জনপদ ভবনের দক্ষিন-পূর্বে গ্রেটার রোড,রাজশাহী।ফোনঃ ০১৩১৮২৫১৮৪১। তথ্য দিয়ে সার্বিক সহায়তা করেছেন বিল্পব (ম্যানেজার)

এই পাতাটি ২২২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626