রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রেটিং দেখে রাজশাহীর ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার এর সেবার মান নির্নয় করুন

৩০-০৮-২০২২

রেটিং দেখে রাজশাহীর ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার এর সেবার মান নির্নয় করুন

রাজশাহীতে স্বাস্থ্যসেবা প্রদানকারী হাসপাতাল/ক্লিনিক বা ডায়াগনষ্টিকসেন্টার গুলোর সেবার মান স্বাভাবিকভাবেই সকলের এক নয়। কোথাও পরিবেশ ভালো, কারো সেবার মান ভালো আবার কোনো প্রতিষ্ঠানে যন্ত্রপাতি ভালো। প্রতিষ্ঠানগুলোর সেবার মানকে সব বিবেচনায় রেটিং এর আওতায় নিয়ে এসেছে রাজডক। প্রতিষ্ঠানগুলো থেকে সেবাগ্রহনকারীদের দেয়া রেটিং এর ভিত্তিতে আপনিও সিদ্ধান্ত নিতে পারবেন কোন প্রতিষ্ঠানের সেবার মান ভালো, বা কোথায় গেলে আপনি আপনি সন্তুষ্ট হবেন।

রেটিং সিস্টেম কী?
রাজশাহীতে অবস্থিত সকল হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার এর সেবার মান কে বিবেচনায় নিয়ে রাজডক এর মেম্বারগন যারা সেইসব প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহন করেছেন তারা প্রতিষ্ঠানগুলোকে রেটিং প্রদান করে থাকেন। রেটিং গুলো সাধারনত ১ থেকে ৫ পর্যন্ত হয়ে থাকে। ১ মানে হলো প্রতিষ্ঠানের মান একেবারেই সন্তোষজনক নয়, ৫ মানে হলো প্রতিষ্ঠানের মান খুবই সন্তোষজনক। রেটিং গুলো প্রতিটি প্রতিষ্ঠানের ছবির নীচে তারকা আকারে দেখানো হয়।

রেটিং আপনাকে কী সুবিধা দিবে?
রেটিংগুলো যারা ঐ প্রতিষ্ঠানের সেবা গ্রহন করেছেন তারা প্রদান করে থাকেন। রেটিং এর মাধ্যমে তারা তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি প্রকাশ করে থাকেন। কাজেই হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার এর রেটিং দেখেই আপনি বুঝতে পারবেন তাদের সেবার মান কেমন?

আপনি রেটিং কেন দিবেন কিভাবে দিবেন?
আপনি যদি কোনো হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার এর সেবা গ্রহন করে থাকেন, তাহলে তাদের সেবার মান কেমন তা রেটিং এর মাধ্যমে প্রকাশ করলে অপর কেউ সেই প্রতিষ্ঠানে যাবে কি যাবে না, বা তাদের সেবার মান সম্পর্কে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। রেটিং দিতে https://www.rajdoc.com/hospitals/এই লিংকে গিয়ে আপনার পছন্দমতো হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার ক্লিক করে রেটিং দিতে পারেন।

উল্লেখ্য, রাজডক ডট কম ২০২০ সাল থেকে রাজশাহীর স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।

এই পাতাটি ৩১০বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626