রাজশাহীতে চোখের সর্বাধুনিক প্রতিষ্ঠান হল রাজশাহী রেটিনা এন্ড ফ্যাকো সেন্টার
বর্ষাকালে চোখের নানান সমস্যা বেড়ে যেতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দেয় কনজাঙ্কটিভাইটিসের। এটি প্রথমে এক চোখে হয়। পরে অন্য চোখকেও আক্রান্ত করে। চোখের পাতায় ময়লা জমে। এ রোগ অত্যন্ত ছোঁয়াচে। আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাঁরা থাকেন, তাঁরাও এতে আক্রান্ত হন। এ জন্য একটু সতর্ক হওয়া দরকার। বেশির ভাগ কনজাঙ্কটিভাইটিস ভাইরাসজনিত রোগ এবং এটি এমনিতেই সেরে যায়। তবে কারও কারও চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করার দরকার হতে পারে।
• চোখ ও এর চারপাশ পরিষ্কার রাখতে হবে।
• নখ বা হাত দিয়ে চোখ চুলকাবেন না বা রগড়াবেন না।
• ময়লা জমলে টিস্যু পেপার বা পাতলা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
• পানির ঝাপটা দিলে আরাম পাবেন।
চোখের কোন সমস্যা হলে দেরি না করেই ডাক্তার দেখানো উচিত। রাজশাহীতে চোখের সর্বাধুনিক প্রতিষ্ঠান হল রাজশাহী রেটিনা এন্ড ফ্যাকো সেন্টার। আধুনিক সকল প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে চোখের সকল পরীক্ষা নিরীক্ষা করানো হয়। ডাঃ মোঃ নাইমুল হক । তিনি সপ্তাহে চারদিন রেগী দেখেন আর বাকী দুইদিন অপারেশন করে থাকেন। শনি,রবি,মঙ্গল,বৃহঃ এই চার দিন রোগী দেখান। অপারেশন করেন প্রতি সোম এবং বুধবার। প্রতিদিন দুপুর ৩টা থেকে রোগী দেখে থাকেন । সিরিয়াল নেয়ার জন্য প্রতিদিন সকাল ১০টায় নিজে উপস্থিত থেকে তার পরের দিনের সিরিয়াল নিতে হবে ফোনে কোন সিরযয়াল নেয়া হয় না । তাদের সাথে যোগকযোগের ঠিকানাঃ২৪৮,আল আকশা টওয়ার (২য় তলা), রাজশাহী মেডিকেল কলেজের সামনে । ফোন: ০১৭৫০-০ ৪৩৮৮, ০১৭৭০-৬৩৭১২৮ ।তথ্য দিয়ে সহায়তা করেছেন রুবেল (রিসিপসনিস্ট)