রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে প্যাথলজী টেস্টের অন্যতম আস্থা দি প্যাথলজী

১৪-০৮-২০২২

রাজশাহীতে প্যাথলজী টেস্টের অন্যতম আস্থা দি প্যাথলজী

দি প্যাথলজী একদম শুরুর দিকের প্যাথলজী। রাজশাহীতে যতগুলো ক্লিনিক বা প্যাথলজী রয়েছে তার মধ্যে এটি সর্ব পুরনো। তারা রাজশাহীতে সকল প্রকার টেস্ট নিয়ে আসে। তখন পপুলার রয়েল এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠান গুলো ছির না ।এই কারনে তাদের ।একান সেইসময় রোগীদের প্রচ্চুর ভীড় হত । তাদের সেবার মান উন্নত হওয়ায় এবং সকল টেস্ট গুলোর রির্পোট মান সম্মত হওয়ায় রোগীরা তাদের ওখানেই যেত । শুধু রাজশাহীর মানুষরাই রাজশাহীর বাইরেও অনেকে আসতো রোগী দেখাতে এবং সকর প্রকার টেস্ট করতে। তখন থেকে এখন পর্যন্ত তারা তাদের সেবার মান ধরে রেখেছে। এখনো আগের রোগীরা যারা অনেক আগে রাজশাহীতে এসে রোগী দেখিয়েছেন তারা আবার আসলে দি প্যাথলজীতেই যায়। ডাঃ মোঃ জহিরুল হক (মেডিসিন) এবং ডা: এ.কে.এম মনোয়ারুল ইসলাম (নেফ্রোলজী) নিয়মিত এখানে রোগী দেখছেন।
1660481988_news647.jpg
আগের অনেক উন্নত হয়েছে দি প্যাথলজী । এখনো সকল প্রকার টেস্ট করা হয় কিন্তু সর্ব ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।ডিজিটাল এক্সরে, সিটিস্ক্যান, এমআরআই, 4D আলট্রাসনোগ্রাম ,ইজিসি, ইকো-কার্ডিওগ্রাম, কালার ডপলার ,ইটিজি, ইপিজি ,ভিডিও এন্ডোসকপি, ভিডিও কলোনসকপি, ভিডিও ব্রনকসকপি, ভিডিও Laryngoscopy, Pap’s Smear, সকল প্রকার হরমোন টেস্ট ,Torch প্যানেল, হিস্টো ও সাইটোপ্যাথলজি, বায়োক্যামিষ্ট্রি, ইমিউনোলজি ,সেরোলজি, হেমাটোলজি ইত্যাদি সকল প্রকার টেস্ট করা হয় । তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ লক্ষীপুর, রাজশাহী ।ফোন: ০১৭৯০-০০ ২২ ৫৫

এই পাতাটি ৯৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626
phone: +8801311336757