রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

ভারতের বিখ্যাত ডায়াগনষ্টিক ডক্টর লাল প্যাথল্যাব এখন রাজশাহীতে

১০-০৮-২০২২

ভারতের বিখ্যাত ডায়াগনষ্টিক ডক্টর লাল প্যাথল্যাব এখন রাজশাহীতে

রাজশাহীতে ভারতের বিখ্যাত ডায়াগনষ্টিক ডক্টর লাল প্যাথল্যাব এর একটি শাখা খুলা হয়েছে।এর আগে ঢাকাতে তাদের একটি শাখা ছিল তারই ধারাবাহীকতায় রাজশাহীতে শাখাটি খুলা হয় । ডক্টর লাল প্যাথল্যাবে সাধারনত সকল ধরনের পরীক্ষা নিরিক্ষা করানো হয় যা সাধারনত বাংলাদেশে করা হয় না । সেই সব টেষ্ট গুলো তারা করে থাকে যাতে সাধারন রোগীদের ভোগান্তী একটু হলেও কম হয় । তারা সাধারনত রোগীর কাছে থেকে স্যাম্পল নিয়ে সেগুলো ইন্ডিয়াতে পাঠিয়ে দেয় এবং টেস্টটি তাদের ইন্ডিয়ায় মেইন ব্রাঞ্চ থেকেই করে থাকে। এতে করে রোগীদের কষ্ট করে ইন্ডিয়া গিয়ে টেস্ট করানো প্রয়োজন হয় না তারা এখানে থেকেই সব টেস্ট করতে পারেন । রোগীর সময়, খরচ, এবং ভোগান্তী সব কিছুই কম হয়। রাজশাহীর ব্রাঞ্চে সকল ধরনের টেস্ট যা বাংলাদেশে হয় না সেগুলো ছাড়াও ব্লাড ক্যান্সারের যাবতীয় পরীক্ষা নিরিক্ষা করা হয় ।

এতে করো রোগীদের কষ্ট করে ঢাকায় যাওয়ার প্রয়োজন পড়ে না । রাজশাহীতেই থেকেই ব্লাড ক্যান্সার সম্বন্ধীয় সকল প্রকার টেস্ট করানো হয়। ডাঃ এম. মোরশেদ জামান মিঞা এসমস্ত ব্লাড ক্যান্সারের রোগীগুলো দেখে থাকেন। ডাঃ এম. মোরশেদ জামান মিঞা পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে চেম্বার করেন। এসমস্ত প্রতিষ্ঠান রাজশাহীবাসীর জন্য অনেক উপকারে আসবে। রাজশাহীতে এমন অনেক রোগী আছে যাদের পক্ষে ঢাকা কিংবা ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা-নিরিক্ষা করা একটু কষ্টকর। সেইসব রোগীদের জন্যই মূলত তাদের এই কার্যক্রম। তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ ক্রিসেন্ট স্পেশালাইজড সেন্টার,লক্ষীপুর, ঝাউতলা মোড় (ডায়াবেটিক হসপিটালের পাশে)। ফোন: ০১৯৮৫-৭০৬০৬০, ০১৮৮৫-৯২৭৪৫৩

এই পাতাটি ৩৭৪বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626