রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক ব্ল্যাক টি

০৩-০৫-২০২০

ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক ব্ল্যাক টি

চা-পান নিয়ে বিভিন্ন কথাবার্তা এ পর্যন্ত শোনা গেছে। তার মধ্যে ইতিবাচক-নেতিবাচক বহু অনুষঙ্গই রয়েছে। সর্বশেষ একদল গবেষক জানিয়েছেন নতুন এবং একই সঙ্গে আশাব্যঞ্জক কিছু তথ্য।

তারা জানিয়েছেন, ব্ল্যাক টি বা চায়ের লিকার ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক। অর্থাৎ ব্লাক টি পান করলে ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায়।

ডান্ডি ইউনিভার্সিটির একদল গবেষক এজিং সেল নামক একটি জার্নালে রিপোর্ট প্রকাশ করেছেন। তাতে তারা উল্লেখ করেছেন, ব্যাপক গবেষণা শেষে তারা আপাতত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ব্ল্যাক টি টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে উল্লেখযোগ্য সহায়ক ভূমিকা রাখতে সক্ষম।

তাদের ধারণা চায়ের একটি নির্দিষ্ট উপাদান ইনসুলিনের বিকল্প হিসেবে কাজ করতে পারে।

এই পাতাটি ২৮৩বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626