নিয়মিত করোনার পরিক্ষা করা হচ্ছে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে
রাজশাহীতে প্রতিদিনই দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। এ অবস্থায় সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিধিনিষেধ জারি করেছে সরকার। কিন্তু করোনা সংক্রমণের অন্যতম হটস্পট হাসপাতাল, ক্লিনিক, হাট-বাজারসহ জনসমাগমের স্থানে স্বাস্থ্যবিধি। সবাই উদাসীন। এতে সংক্রমণ বাড়ছে।স্বাস্থ্য বিশেষজ্ঞদের তথ্যমতে, রাজশাহীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে করোনা রোগী বাড়লেও হাসপাতালে চাপ কম। অধিকাংশই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন পরীক্ষা ছাড়াই। যাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তারাই ভর্তি হচ্ছেন হাসপাতালে।
এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রাজশাহীতে এখন ঘরে ঘরে করোনা রোগী। তারা বাড়িতে থেকে স্বাভাবিক নিয়মে জ্বর, সর্দি-কাশির চিকিৎসা নিচ্ছেন। এতে ভালোও হয়ে যাচ্ছেন তারা। এজন্য হাসপাতালে করোনা রোগীর চাপ কম। তবে যাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে তারাই শুধু হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদের মধ্যে টিকা না নেওয়ার সংখ্যা বেশি। পরীক্ষা করলে দেখা যায়, অধিকাংশই পজিটিভ। বাড়িতে যারা চিকিৎসা নিচ্ছেন তারা পরীক্ষা করান না। এদের সংখ্যা বেশি। এজন্য আমরা বলছি, সবার ঘরে রয়েছেন করোনা রোগী।
বর্তমানে রাজশাহী মেডিকেলের পাশাপাশি পপুলার ডায়াগনষ্টিক সেন্টার লিঃ রাজশাহী শাখায়ও নিয়মিত করোনার পরিক্ষা করা হচ্ছে। গন প্রজাতন্তী সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ৭০০ টাকার বিনিময়ে করোনার পরিক্ষা করা হচ্ছে। পাশাপাশি মাত্র ৩০ মিনিটেই করোনার পরিক্ষার ফলাফল দেওয়া হয়।এছাড়াও তাদের হোম কালেকশনের সু্বিধা আছে এতে অতিরিক্ত ৫০০ টাকা চার্য যুক্ত হয়। তাদের সাথে যোগাযোগের নাম্বারঃ ০৯৬১৩৭৮৭৮১১,০৯৬৬৬৭৮৭৮১১ ।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)