রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে আজ থেকে রাত ৮টার পর  দোকানপাট বন্ধ

২৯-০১-২০২২

রাজশাহীতে আজ থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (২৯ জানুয়ারি) থেকে রাজশাহী শহরে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শহরে এ সংক্রান্ত মাইকিংও হচ্ছে। জেলা প্রশাসক আবদুল জলিল শুক্রবার রাত ৯টায় বলেন, ‘করোনা প্রতিরোধে গঠিত জেলা পর্যায়ের কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সংক্রমণ অনেক বেশি হওয়ায় সেই সভাতেই রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। শনিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। শনিবার থেকেই এটি কার্যকর হবে।’

উল্লেখ্য, রাজশাহীর ঘরে ঘরে এখন করোনা রোগী। সর্বশেষ শুক্রবারের তথ্যমতে, এ দিন দুটি ল্যাবে রাজশাহীর ২৮০টি নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের গড় হার ৬৩ দশমিক ২১ শতাংশ।
আগের দিন বৃহস্পতিবার জেলায় গড় সংক্রমণ হয় ৭৪ দশমিক ৮৪ শতাংশ। রাজশাহীতে এখন সংক্রমণের যে হার, তা দেশের আর কোথাও নেই। রাজশাহীতেও অতীতে কখনও এত বেশি সংক্রমণ হয়নি।

এই পাতাটি ৪১০বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626