১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।প্রথম ধাপে আগামী ১৩ই সেপ্টেম্বর মেডিকেল কলেজগুলো এবং নার্সিং কলেজে ক্লাস শুরু হবে।
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন ধাপে ধাপে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে।
তবে স্কুল-কলেজ খোলার আগে স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যাপারে মন্ত্রী সরকারের চিন্তার কথা তুলে ধরেন।
একই সাথে স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, অন্য কোনো দেশ স্কুলের শিক্ষার্থীদের টিকা দিয়েছে কিনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত কী - এসব প্রশ্নের জবাব জানার পরই স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন।
এরপর সংবাদ সম্মেলনে জাহিদ মালেক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজ খোলার ব্যাপারে আগামী রোববার বৈঠক করবে বলে জানা গেছে।
পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ১৫ই অক্টোবরের পর থেকে খুলতে পারবে-এমন সিদ্ধান্ত আগেই ঘোষণা করা হয়েছে।
দেশে গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে পনেরো মাস ধরে স্কুল-কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে ক্লাস বন্ধ রয়েছে।
দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে ক্লাস বন্ধ থাকায় তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে।
শিক্ষার্থী অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও এখন দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি তুলেছে।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)