রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যুক্ত হল MRI ইউনিট

০২-০৯-২০২১

রাজশাহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যুক্ত হল MRI ইউনিট

রাজশাহী বিভাগীয় শহর হওয়ার জন্য রাজশাহীতে প্রতিনিয়ত চিকিৎসার জন্য অনেক রোগী আসে। পাশ্ববর্তী বিভিন্ন জেলা থেকে যেমন নাটোর, নওগাঁ, চাপায়নবাবগঞ্জ ইত্যাদি এসব জেলা থেকে সাধারনত বেশি রোগী আসে । এ কারনে রাজশাহীতে রোগীর চাপ বাড়ার সাথে সাথে ডায়াগনস্টিক সেন্টারও বেড়েছে। এসব ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত প্রচ্চুর রোগী ডাক্তার দেখানোর জন্য ভীড় করে। রোগীরাও এখন অনেক স্বাস্থ্য সচেতন তারা সেইসব ডায়াগনস্টিক সেন্টারেই যায় যারা উন্নত সেবা প্রদান করে থাকে ।

রাজশাহীতে এমন অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যারা উন্নত সেবা প্রদান করে থাকে তার মধ্যে রাজশাহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার অন্যতম । তারা সাধারনত সব সময় উন্নত সেবা প্রদান করে থাকে। রোগীদের সেবার মান আরো উন্নত করতে তারা দিনরাত কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহীকতায় তারা তাদের স্বাস্থ্য সেবায় MRI ইউনিট যুক্ত করলো যেটা আগামী ৩ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। এতে করে তাদের স্বাস্থ্য সেবার মান আরো একধাপ এগিয়ে গেল । এতে করে রোগীদের ভোগান্তি কিছুটা হলেও কম হবে।

রাজশাহী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন!

এই পাতাটি ৭২৪বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626