রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে কমেছে করোনা সংক্রমনের হার

২৮-০৬-২০২১

রাজশাহীতে কমেছে করোনা সংক্রমনের হার

তবে রাজশাহীতে কমেছে করোনাভাইরাস সংক্রমণের হার। রবিবার (২৭ জুন) দু’টি ল্যাবে ৪৮৫ টি নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ২৪ শতাংশ কমে হয়েছে ২৭ দশমিক ৮৪ শতাংশ।

এর আগে শনিবার সংক্রমণের হার ছিল ২৯ দশমিক শূণ্য ৮ শতাংশ, শুক্রবার ছিল ৩৪ দশমিক ৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২৯ দশমিক ৭৫ শতাংশ, বুধবার ৩৩ দশমিক ৯৫ শতাংশ, মঙ্গলবার ৩৩ দশমিক শূণ্য ৫ এবং সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ।

উল্লেখ্য, ঈদুল ফিতরের পর থেকেই রাজশাহীতে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকে। শনাক্তের হার ৬০ শতাংশের উপরে উঠে যাওয়ায় গত ১১ জুন রাজশাহী সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরবর্তীতে দুই দফায় মেয়াদ বাড়িয়ে লকডাউন আগামী ৩০ জুন মধ্য রাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই পাতাটি ৩৯১বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626