রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে দেড় মাস বয়সের শিশু করোনাভাইরাসে আক্রান্ত

২৭-০৬-২০২১

রাজশাহীতে দেড় মাস বয়সের শিশু করোনাভাইরাসে আক্রান্ত

রাজশাহীতে দেড় মাস বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শনিবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশু আফরিন রহমান রাজশাহী নগরের ছোট বনগ্রাম বড় রাস্তার মোড় এলাকার আরিফুর রহমান ও মা মাহবুবা খাতুনের সন্তান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এ হাসপাতালে শিশুদের আলাদা কোনো কোভিড ওয়ার্ড নেই। বাচ্চাটিকে বড়দের ১৬ নম্বর ওয়ার্ডে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, “করোনার চিকিৎসা তো একই। বড়দের চেয়ে শিশুদের শুধু ওষুধের ডোজ কম। শিশুটি ভালো আছে।”
শিশুটির মা জানান, গত রোববার তিনি রাজশাহী রেলগেইট এলাকায় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, তার বাচ্চা করোনাভাইরাস পজিটিভ।
“তখনই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছিল কিন্তু তিনি বাসায় থেকে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াচ্ছিলেন। গত তিন দিন বাচ্চার খুব সমস্যা হচ্ছে। রাতে ঘুমায় না। বাধ্য হয়ে তিনি খ্রিস্টান মিশন হাসপাতালে নিয়ে যান “

সেখানকার চিকিৎসকেরা তাদের হাসপাতালে করোনার চিকিৎসা নেই জানালে তিনি বেসরকারি রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান তিনি।

শিশুটির মা মাহবুবা আরও বলেন, শিশুর বাবারও করোনা পজিটিভ হওয়ার কারণে তিনি আর কোভিড পরীক্ষা করাননি।

তার ধারণা, তিনিও এত দিনে পজিটিভ হয়েছেন। কিন্তু তার কোনো উপসর্গ নেই। তাই তিনি বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারছেন বলে জানান তিনি।
শিশুটির বাবা বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এই পাতাটি ৩৭৯বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626