রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে কিডনি আক্রান্ত শিশুর কোভিড-১৯ সংক্রমণের পর মৃত্যু

০৮-০৫-২০২১

রাজশাহীতে কিডনি আক্রান্ত শিশুর কোভিড-১৯ সংক্রমণের পর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত এক শিশুর কোভিড-১৯ সংক্রমণের পর মৃত্যু হয়েছে।

শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, শিশুটির উপসর্গ দেখা দিলে গত ২৬ এপ্রিল পরীক্ষা করা হয়। তার পজেটিভ আসে। পরদিন তাকে হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির কিডনির সমস্যাও ছিল।
শিশুটির একজন আত্মীয় ওই হাসপাতালের জ্যেষ্ঠ নার্স কোহিনুর বেগম।

তিনি বলেন, কিডনি রোগের চিকিৎসার জন্য গত জানুয়ারিতে তাকে ঢাকায় নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসায় সুস্থ হলে দেড় মাস আগে তাকে বাড়ি আনে পরিবার। তার কিছুদিন পর থেকে জ্বরে ভুগছিল শিশুটি।

এই পাতাটি ৩২৩বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626