রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

নারীর জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে থাইরয়েড সমস্যা

২২-১০-২০২০

নারীর জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে থাইরয়েড সমস্যা

বলা হয়ে থাকে যে, প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন কোন না কোন ভাবে থাইরয়েড সমস্যায় আক্রান্ত!! নারী জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় এবং ঘটনায় থাইরয়েড হরমোন অনেক বড় ভূমিকা পালন করে। এ কারনে হরমোনজনিত কোন সমস্যা দেখা দিলে তার খুব বিরুপ প্রভাব পড়তে পারে নারীর জীবনে। সেজন্য নারীদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন পরীক্ষা রুটিনমাফিক করা উচিত।

যে সময় এবং ঘটনায় থাইরয়েড সমস্যা ভয়াবহ হয়ে আসতে পারেঃ

মিন্সট্রুয়েশন থেকে মেনোপোজ পর্যন্তঃ
থাইরয়েড হরমোনের নানা ভারসাম্যহীনতা নারীর মিন্সট্রুয়েশন থেকে মেনোপোজ পর্যন্ত সময়ে নানান অসুবিধার সৃষ্টি করতে পারে। থাইরয়েড সমস্যার লক্ষণ হতে পারেঃ

- অনিয়মিত মাসিক,
- মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ,
- কখনো মাসিক মাসের পর মাস বন্ধ থাকা
- কিশোরীর মাসিক শুরু হতে অনেক দেরি হওয়া বা
- খুব অল্প বয়সে সময়ের আগেই মাসিক শুরু হয়ে যাওয়া,
- মধ্যবয়সী নারীর সময়ের আগেই মেনোপজ হয়ে যাওয়া অথবা
- বেশি বয়স পর্যন্ত অতিরিক্ত মাসিক হতে থাকা

থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে এই সমস্ত রকমের গোলমালই হতে দেখা যায়।

সন্তান ধারনের সময়ঃ
নারীর রিপ্রোডাকটিভ হেলথ এর উপর হাইপো ও হাইপার থাইরয়েড দুই সমস্যারই এত ব্যাপক প্রভাব রয়েছে যে প্রত্যেক নারীর উচিত সন্তান নেওয়ার পরিকল্পনা করলে একবার থাইরয়েড পরীক্ষা করে নেওয়া। আর বারবার গর্ভপাত কিংবা সন্তান ধারণে সমস্যা হলে তো তা অবশ্য পালনীয় এবং করণীয়।

থাইরয়েড সমস্যার কারনে যেসব জটিলতা হতে পারেঃ
- বন্ধ্যাত্ব,
- বারবার গর্ভপাত,
- গর্ভে সন্তানের মৃত্যু,
- গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বিকাশে সমস্যা,
- সময়ের আগেই সন্তান প্রসব,
- গর্ভকালীন উচ্চ রক্তচাপ,
- প্রি একলাম্পসিয়া,
- একলাম্পসিয়া ইত্যাদি

সন্তান লালন পালনের সময়েঃ
আপাতদৃষ্টে সুস্থ সন্তান জন্ম দিলেও গর্ভকালীন মায়ের সামান্য থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা পরবর্তী সময়ে সন্তানের যেসব বিকাশজনিত ঝামেলার সৃষ্টি করতে পারেঃ

- বাচ্চার কথা বলতে বা দাঁড়াতে দেরি হওয়া,
- কগনিটিভ ডেভেলপমেন্ট,
- মেধা ও বৃদ্ধির সঠিক বিকাশ না হওয়া,
- স্কুলে ফলাফল খারাপ হওয়া অথবা
- মনোদৈহিক বৃদ্ধিতে পিছিয়ে পড়া

এ কারনে মায়ের থাইরয়েড সমস্যা থাকলে ভূমিষ্ঠ শিশুরও থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন।

শারীরিক ও মানসিক সুস্থতাঃ
অনেকেই জানে না যে নারীর ব্যক্তিগত জীবনকে জটিল করে তোলে যেসব বিষয় যেমন অকারণ খিটখিটে মেজাজ, বিষণ্নতা, আবেগপ্রবণ আচরণ ইত্যাদির পেছনে থাইরয়েড হরমোনের হাত থাকতে পারে। নারীর জীবনে আরো যে সমস্ত ভয়াবহ প্রভাব রয়েছে হরমোন সমস্যারঃ

- মুটিয়ে যাওয়া,
- ত্বক খসখসে বা শুষ্ক হয়ে যাওয়া,
- চুল পড়া,
- হাত–পা ফাটা
- কখনো স্রেফ ক্লান্তি,
- ভালো না লাগা,
- অবসাদ,
- ঘুম ঘুম ভাব,
- স্ট্যামিনা কমে যাওয়ার মতো বিষয়
- রক্তশূন্যতা,
- রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া,
- হৃৎস্পন্দনের বাড়া–কমা,
- কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া

এমনকি নারীর যৌনজীবনেও প্রভাব ফেলতে পারে এই থাইরয়েড হরমোন এর ভারসাম্যহীনতা।

সার কথাঃ
দিন দিন বেড়েই চলেছে নারীদের থাইরয়েড হরমোনজনিত রোগ ও জটিলতা। নারী জীবনের নানা ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নানারকম বিচিত্র উপসর্গ নিয়ে হাজির হতে পারে থাইরয়েড হরমোনের সমস্যা। তাই উপসর্গ যত সামান্য বা ক্ষুদ্র অথবা প্রায় অনুল্লেখ্য হোক না কেন, সেটাকে আমলে নিয়ে চিকিৎসকের শরনাপন্ন হতে হবে!!

এই পাতাটি ৩৮৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626