রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

স্পাইরোমিটার- শ্বাসযন্ত্রের স্বাস্থ্য

২৮-০৪-২০২০

স্পাইরোমিটার- শ্বাসযন্ত্রের স্বাস্থ্য

স্পাইরোমিটার হলো একটি বিশেষ যন্ত্র যা ফুসফুসকে ভালো রাখতে বা ফুসফুসের ব্যায়ামের সহায়ক হিসেবে কাজ করে।

স্পাইরোমিটার প্লাস্টিকের তৈরী পাইপের মধ্যে বল দ্বারা হতে পারে পারে আবার আধুনিক ডিজিটাল স্পাইরোমিটারও হতে পারে যেখানে আপনার ফুসফুসের বিভিন্ন অবস্থান নির্দেশ করবে।

কিভাবে ব্যবহার হয়?
মেশিনটিতে একটি নল যুক্ত থাকে যেখানে মুখ লাগিয়ে ফু দিয়ে হয়। ফু দিলে প্লাস্টিকের পাইপে থাকা বল গুলো উপরে উঠতে থাকে। যা বেশ কষ্ট সাধ্য। এটি নিয়মিত করলে ফুসফুস ভালো থাকে। সাধারনত এজমা রোগী বা হৃদরোগীদের জন্য ফুসফুসের ব্যায়ামের জন্য এই যন্ত্র ব্যবহারের পরামর্শ দেয়া হয়ে থাকে।

এই পাতাটি ১১৬৭বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626