রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

গ্লাভস ব্যবহারে সতর্কতা

১২-০৭-২০২০

গ্লাভস ব্যবহারে সতর্কতা

করোনাভাইরাসের কারণে আমরা জীবনযাপনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছি। হাত সুরক্ষিত রাখতে গ্লাভস ব্যবহার করছেন অনেকেই। সঠিক নিয়ম না মেনেই যদি গ্লাভস ব্যবহার করেন, তবে বাড়তে পারে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি। গ্লাভস ব্যবহার করার ক্ষেত্রে কিছু সাবধানতা মেনে চলতে হবে-

- গ্লাভস পরলে আপনার হাতে হয়ত জীবাণু লাগবে না, তবে লেগে থাকবে গ্লাভসের গায়ে।

- গ্লাভসের সিলিকন, পলিথিন বা রবারের উপরেই করোনাভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকে।

- গ্লাভস পরে থাকাকালীন নাক, মুখ বা শরীরের কোনো স্থানে হাত দেবেন না।

- যদি কোথাও হাত দেয়ার প্রয়োজন পড়ে তবে টিস্যু ব্যবহার করুন। আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবেন। এমনকি গ্লাভসের উপর দিয়ে হাত ধোয়াও যাবে।

- গ্লাভস খোলারও রয়েছে একটি নির্দিষ্ট পদ্ধতি। দুটি আঙুল দিয়ে হাতের কবজির সামনে থাকা গ্লাভসের অংশ টেনে সেটি খুলে ফেলুন।

- গ্লাভস খোলার পরে তা নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে।

- গ্লাভস খোলার পর অবশ্যই হাত সাবান-পানি দিয়ে ধুয়ে নেবেন।

এই পাতাটি ৩৪৭বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626