রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

ফ্যাভিপিরা ওষুধ ট্রায়ালে ৯৬ ভাগ রোগী সুস্থ, দাবি বিকন ফার্মার

০৮-০৭-২০২০

ফ্যাভিপিরা ওষুধ ট্রায়ালে ৯৬ ভাগ রোগী সুস্থ, দাবি বিকন ফার্মার

করোনা ভাইরাসে আক্রান্ত ৫০ জনকে দুই মাস ফ্যাভিপিরা ওষুধ ট্রায়ালে ৯৬ ভাগ রোগী সুস্থ হয়েছে, এমনটাই দাবি করেছেন বিকন ফার্মা। তবে জটিল রোগী বা অন্তঃসত্ত্বা নারীদের এই ওষুধ দেয়া হয়নি।

ওষুধটির কার্যকারিতা পরীক্ষার্থে ঢাকা ট্রায়াল' নামে ৫০ দিনের ট্রায়াল অনুষ্ঠিত হয়। ঢাকার ৪টি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এই ওষুধটি করোনা পজেটিভ রোগীদের ওপর প্রয়োগ করা হয়। সেখান থেকেই এমন সফলতা পেয়েছে বলে বুধবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে দাবি করে বিকন ফার্মা।

তবে যাদের মাঝে করোনার কোন লক্ষণ নেই তাদের এই ওষুধ প্রয়োগ করার প্রয়োজন নেই বলেও জানায় বিকন ফার্মা।

বিকন ফার্মার উৎপাদিত ওষুধের নাম ফ্যাভিপিরা এর জেনেরিক নাম ফ্যাভিপিরাভির। যা জাপানে অ্যাভিগান নামে পরিচিত।

গত এপ্রিলে ওষুধটি নিয়ে আসে বিকন ফার্মা। কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মহানগর হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাসে আক্রান্ত এমন ৫০ জন রোগীকে এ ট্রায়ালের অন্তর্ভুক্ত করা হয়।
-চ্যানেল২৪

এই পাতাটি ৫৬৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626