রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

দুইশতাধিক করোনা রোগী নিয়ে রেড জোনে রাজশাহী

২৪-০৬-২০২০

দুইশতাধিক করোনা রোগী নিয়ে রেড জোনে রাজশাহী

করোনা সংক্রান্ত নতুন নির্দেশনা অনুযায়ী তত্বীয়ভাবে রাজশাহী সিটি করপোরেশন এখন রেড জোনে।

১২ই এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়ায় প্রথম করোনা রোগী আক্রান্তের মধ্যে দিয়ে রাজশাহীতে করোনার সংক্রমন শুরু হয়। এরপর একে একে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। লকডাউন(সাধারন ছুটি) চলাকালিন চলাচল বন্ধ থাকায় করোনার প্রকোপ সীমিত থাকলেও লকডাউন তুলে দেবার পরে ধীরে ধীরে আক্রান্ত এবং মৃত্যু বাড়তে থাকে।

রাজশাহী নগরীতে আক্রান্তের সংখ্যা ইতমধ্যেই ২০০ পার হয়ে গেছে। সে হিসেবে রাজশাহী নগরী এখন রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক। খুব শীঘ্রই পুরো নগরীতে লকডাউন না দিলেই জোন বা এলাকা ভিত্তিক লকডাউনের ঘোষনা আসতে পারে অল্প সময়েই।

এই পাতাটি ৬২০বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626