রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

করোনায় খাবারের গন্ধ না পেলে যা করতে হবে

১৮-০৬-২০২০

করোনায় খাবারের গন্ধ না পেলে যা করতে হবে

মহামারি করোনা ভাইরাসে সংক্রমণের হার যেভাবে বাড়ছে, তাতে করে এটি কোথায় গিয়ে থামবে তা বুঝতে পারছেন না বিশ্বের কোনো গবেষক। এই অবস্থায় অনেকেই করোনায় আক্রান্ত হয়ে সেরেও যাচ্ছে, হয়তো তার টেস্টই করা হয়নি। তেমন কষ্টকর কোনো উপসর্গ না হওয়ায় তারা ডাক্তারের পরামর্শও নেন না।

এমন আক্রান্তের সংখ্যা কিন্তু কম নয়। আর এই রোগটা যেহেতু ছোঁয়াচে, এজন্য এদের মাধ্যমে করোনা আরও দ্রুত ছড়াতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

করোনা আক্রান্তের খুব সহজ উপসর্গ হচ্ছে খাবারের ঘ্রাণ না পাওয়া। জাপানের আইচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ও চিকিৎসক ডা. শরীফ মহিউদ্দিন বলেন, এই ঘ্রাণ না পাওয়াকে বলা হয় অ্যানোসমিয়া।

করোনার প্রাথমিক উপসর্গ এটি। যদি কারো খাবারের বা অন্য কিছুর ঘ্রাণ পেতে সমস্যা হয়, প্রথমেই নিজেকে আলাদা রাখতে হবে। যেন করোনা হলে অন্যদের মধ্যে না ছড়ায়। আর অবহেলা না করে কভিড-১৯ পজিটিভ কিনা টেস্ট করিয়ে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

এই পাতাটি ২৯৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626