রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

করোনায় ৩১ জনের প্রাণহানি রাজশাহী বিভাগে

১৪-০৬-২০২০

করোনায় ৩১ জনের প্রাণহানি রাজশাহী বিভাগে

করোনা ভাইরাসে রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য রবিবার সকালে এক প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা উল্লেখ করেন। প্রতিবেদন অনুযায়ী, করোনায় রাজশাহী বিভাগে সর্বোচ্চ ১৫ জনের প্রাণ গেছে বগুড়ায়। এছাড়া পাবনায় পাঁচজন, নাটোরে একজন এবং সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে তিনজন করে প্রাণ হারিয়েছেন।

এদিকে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁর এক ব্যক্তির মৃত্যুর পর শনিবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সেই হিসাব বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে উল্লেখ নেই। নওগাঁর ওই ব্যক্তিকে ধরলে বিভাগে এখন করোনায় মৃতের সংখ্যা ৩১ জন।

স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত দুই হাজার ২৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় আক্রান্তের সংখ্যা এক হাজার ১৯১ জন। এছাড়া রাজশাহীতে ১২৭ জন, জয়পুরহাটে ২৩০ জন, নওগাঁয় ১৯৮ জন, সিরাজগঞ্জে ১৭৫ জন, পাবনায় ১৯০ জন, নাটোরে ৮১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন শনাক্ত হয়েছেন।

এই পাতাটি ৩৭২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626