রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

শিশুর তালু কাটাঃ হতাশ না হয়ে চিকিৎসা করুন

৩০-০৫-২০২০

শিশুর তালু কাটাঃ হতাশ না হয়ে চিকিৎসা করুন

মুখের তালু কাটা বা ফাটল হলে মুখের পেছনের দিকে সামান্য একটি ছোট ফুটো থেকে শুরু করে বিশাল বড় আকারের গর্ত হতে পারে। তালুর ফাটলের সমস্যা মুখের ওপর দিকের অংশের এক বা একাধিক উভয় দিকে হতে পারে।

লক্ষণঃ বাচ্চাদের তালুতে ফাটল আছে কিনা তা বোঝার উপায় হলো বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় ভালোভাবে লক্ষ্য করা। তালুতে ফাটল থাকলে দুধ নাক দিয়ে বেরিয়ে আসবে। এছাড়া শিশুটির কথা অস্পষ্ট হবে।

জটিলতাঃ তালুর ফাটল থেকে বড় ধরণের বিপর্যয় হতে পারে। এই সমস্যা থাকলে খাওয়ার সময়ে বাচ্চারা দুধের সঙ্গে হাওয়া গিলে ফেলে। তাই অল্প খাবারে পেট ভরে যায়। সঠিক খাদ্য না পেয়ে শিশুটি পর্যাপ্ত অপুষ্টিতে ভোগে। এছাড়া শিশুটির শ্বাসনালীর উপরের অংশে সংক্রমণ ও দাঁতে সমস্যা এবং অবসাদ দেখা দিতে পারে।

যা করা উচিতঃ তালুর ফাটলের সমস্যায় শিশুর বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। শিশুকে শুইয়ে না খাইয়ে বসিয়ে খাওয়ালে উপকার পাওয়া যায়। এবং এই সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরনাপন্ন হতে হবে।

এই পাতাটি ২৮৪বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626