ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রেহানা আরজুমান হাইয়ের সঞ্চালনায় কর্মশালা প্রতিষ্ঠানটির স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্ব করেন। মালয়েশিয়া থেকে আগত বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. জসদেব হরভাজন সিংহ ও ডা. নাতাশা আইন বিনতে মো. নূর এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী কর্মশালায় স্বাগত বক্তব্য দেন। এসময় তিনি দেশ-বিদেশ থেকে আগত ডাক্তারদের অভিবাদন জানান, পাশাপাশি এদেশের স্বাস্থ্যখাতের উল্লেখযোগ্য অবদান নিয়ে কথা বলেন।
কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইনফার্টিলিটি ও হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ ডা. জাকিউর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হিস্টেরোস্কপিক সার্জন ডা. হাসিনা বেগম। এছাড়াও হাসপাতাল পরিচিতি প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম এবং ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন পরিচালক (মেডিকেল সার্ভিসেস) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক।