ডাঃ এর সিরিয়াল দিন
Share on
২৩ আগষ্ট সকালে, আমার তিন বছরের ছেলে ঈব্রাহীম বেশ অস্থিরতা নিয়ে ঘুম থেকে উঠে, তীব্র কান্নাকাটি, অভিযোগ কান ব্যাথা। দুই কানেই। সাধারনত বিশেজ্ঞ ডাক্তাররা বিকালে রুগি দেখেন। আমি অপেক্ষা করছি বিকেলের। কিন্তু সকাল ১১ টার পরে ছেলেকে আর রাখতে পারলাম না, অস্থির করে তুল্লো। বাধ্য হয়্র মেডিকেল কলেজ আউটডোরে ই.এন.টি বিভাগে গেলাম। সেখানে ছেলের কান দেখে ইনফেকশান হয়েছে বলে একটি ড্রপ দিলো। বাচ্চার কানেও একবার দিয়েছি। পরে দেখি স্টেরিয়ড। আমি স্টেরিয়ড খুবই অপছন্দ করি। পরে বিকেলে রাজডক এর সহায়তায় ড. অনিক এর কাছে যাই। অসম্ভব ভালো ব্যবহারের একজন ডাক্তার। রুগির কথা তিনি শুনেন এবং রুগির সাথে তিনি কথা বলেন। আমার ছেলেকে দেখে তিনি বললেন, ভয়ের কোন কারন নাই। সমস্যা কানে না, নাকে। নাক বন্ধ হবার কারনে কান বন্ধ। আর বাচ্চার গায়ে হাল্কা জ্বর আছে তিনি বললেন। নাকের একটা ড্রপ আর একটা এন্টিবায়োটিক দিলেন। নাকে ড্রপ দেয়ার ১০ মিনিটের মধ্যে ছেলের সব সমস্যার সমাধান হয়ে যায়। আলহামদুল্লিলাহ। একজন অভিজ্ঞ, মিষ্টভাষী, দরদী ডাক্তার হিসাবে তার উত্তর উত্তর মঙ্গল কামনা করি
মন্তব্য করেছেন: Mahmud Reyadh